পঞ্চম শ্রেণি - বাংলা | সমার্থক শব্দ (২৬-৩০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

সমার্থক শব্দ

২৬। মাতা: মা, জননী, গর্ভধারিণী, আম্মা।

২৭। মেঘ: জলদ, জলধর, বারিদ, নীরদ।

২৮। মন: পরাণ, অন্তর, চিত্ত, মনোজগৎ।

২৯। রাজা: নৃপতি, নরপতি, মহীপতি।

৩০। রাত: রাত্রি, যামিনী, রজনী, নিশি।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ সমার্থক শব্দ (২১-২৫)