অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৯ - বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৪৮)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৯

৪১. সরকার অপুষ্টির হার কমিয়ে আনতে চায়—

i. শিশুর

ii. নারীর

iii. মানুষের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪২. শিক্ষার্থীদের বিনা মূল্যে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর কী দেওয়া হয়?

ক. খাতা–কলম খ. পাঠ্যবই

গ. বেতন ঘ. দুপুরের খাবার

৪৩. ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের কী প্রদান করা হয়?

ক. পাঠ্যবই খ. উপবৃত্তি

গ. স্কুলের বেতন ঘ. দুপুরের খাবার

৪৪. তরুণ জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা সম্ভব—

i. শিক্ষা দিয়ে

ii. প্রশিক্ষণ দিয়ে

iii. কর্মসংস্থানের ব্যবস্থা করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৫. চিকিৎসাব্যবস্থার উন্নতির ফলে ইদানীং কমে এসেছে—

i. শিশুমৃত্যুর হার

ii. মাতৃমৃত্যুর হার

iii. বয়স্ক মৃত্যুর হার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

আরও পড়ুন

৪৬. NGO–এর পূর্ণরূপ কোনটি?

ক. Non-Governmental Organization

খ. No-Government Organization

গ. Non Government Organization

ঘ. Non-Governence Organization

৪৭. NGO কী?

ক. উন্নয়ন সংস্থা

খ. সহায়তা সংস্থা

গ. সরকারি উন্নয়ন সংস্থা

ঘ. বেসরকারি উন্নয়ন সংস্থা

৪৮. কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের আওতায় পরামর্শ দেওয়া হয়—

i. মা ও শিশুস্বাস্থ্য নিয়ে

ii. টিকা ও ইনজেকশন নিয়ে

iii. পুষ্টি নিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৯: ৪১.ক ৪২.খ ৪৩.খ ৪৪.ঘ ৪৫.ঘ ৪৬.ক ৪৭.ঘ ৪৮.ঘ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

আরও পড়ুন