নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছেদ ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১-৯)

নবম শ্রেণির পড়াশোনা

পরিচ্ছেদ ৪

১. কোনটি বাগ্​যন্ত্র?

ক. পাকস্থলী খ. ফুসফুস

গ. কোষ ঘ. যকৃৎ

২. স্বরযন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে?

ক. বলয় উপাস্থি খ. মুখবিবর

গ. নাসারন্ধ্র ঘ. নাসিকা

৩. বাগ্​যন্ত্রের মধে৵ সবচেয়ে সচল অঙ্গ কোনটি?

ক. দাঁত খ. মূর্ধা

গ. দন্ত্যমূল ঘ. জিব

৪. মুখগহ্বরের কোন অংশে তালুর অবস্থান?

ক. সামনে খ. পেছনে

গ. ওপরে ঘ. নিচে

৫. কোমল তালুর সঙ্গে আলজিব নিচে নেমে এলে কোথা থেকে বাতাস বের হয়?

ক. নাক খ. কান

গ. মুখ ঘ. স্বরযন্ত্র

৬. ধ্বনি উৎপন্ন হওয়ার প্রত্যঙ্গসমূহকে একত্রে কী বলে?

ক. বাগ্​যন্ত্র খ. মুখগহ্বর

গ. স্বরযন্ত্র ঘ. নাসারন্ধ্র

৭. নিচের কোনটি বাগ্​যন্ত্রের অন্তর্ভুক্ত?

ক. দন্ত্যমূল খ. জিব

গ. স্বরযন্ত্র ঘ. সব কটি

৮. ধ্বনি উৎপন্ন হয় কীভাবে?

ক. শ্বাস গ্রহণের মাধ্যমে

খ. শ্বাস ত্যাগের মাধ্যমে

গ. শ্বাস গ্রহণ ও ত্যাগ উভয়ের মাধ্যমে

ঘ. হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনের মাধ্যমে

৯. নিচের কোনটি স্বরযন্ত্রের অংশ?

ক. জিব খ. তালু

গ. ওষ্ঠ ঘ. অধিজিহ্বা

সঠিক উত্তর

পরিচ্ছেদ ৪: ১.খ ২.খ ৩.ঘ ৪.গ ৫.ক ৬.ক ৭.ঘ ৮.খ ৯.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা