দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

২১. কোনটি গ্রাফিকসের একটি রূপ?

ক. কম্পিউটার

খ. মোবাইল

গ. ইলেকট্রনিক মিডিয়া

ঘ. সিনেমা

২২. ভিডিও ও সিনেমার মধ্যে কী ধরনের পার্থক্য বিদ্যমান?

ক. বর্ণে

খ. সম্পাদনায়

গ. প্রযুক্তিগত পার্থক্য

ঘ. ব্যবহারে

২৩. সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে বর্তমানে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?

ক. অ্যানালগ খ. ডিজিটাল

গ. শব্দ ঘ. অ্যানিমেশন

২৪. বাংলাদেশ ’৭১ কী?

ক. হিসাবের সফটওয়্যার

খ. ভিডিও

গ. সিনেমার নাম

ঘ. মাল্টিমিডিয়া সফটওয়্যার

২৫. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?

ক. অবসর খ. ফটোশপ

গ. মাইক্রোসফট ঘ. ডিরেক্টর

২৬. বিজয় শিশু শিক্ষা কী?

ক. শিশু শিক্ষা বই

খ. ডেটাবেজ সফটওয়্যার

গ. মাল্টিমিডিয়া সফটওয়্যার

ঘ. ফটোশপ অপশন

২৭. কোনটি গ্রাফিকস সফটওয়্যার?

ক. ফটোশপ খ. থ্রিডি ম্যাক্স

গ. মায়া ঘ. সবগুলো

২৮. গ্রাফিকস সফটওয়্যারসমূহ কিসের ভিত্তিতে ভিন্ন হয়?

ক. প্রোগ্রামারের খ. ব্যবহারের যন্ত্রের

গ. কাজের ঘ. অ্যাপ্লিকেশনের

২৯. ফ্লাশ কী ধরনের সফটওয়্যার?

ক. তথ্য উপস্থাপনার

খ. গ্রাফিকস

গ. লেখালেখির

ঘ. ই-মেইল পাঠানোর

৩০. মাল্টিমিডিয়া প্রোগ্রামাররা কী ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করেন?

ক. ভিডিও খ. ইন্টার-অ্যাকটিভ

গ. টেক্সট ঘ. গ্রাফিকস

সঠিক উত্তর

অধ্যায় ৫: ২১.ঘ ২২.গ ২৩.খ ২৪.ঘ ২৫.ক ২৬.গ ২৭.ঘ ২৮.গ ২৯.খ ৩০.খ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা