মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

EN
English
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • করোনাভাইরাস
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
পড়াশোনা

অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

লেখা:
প্রকাশ কুমার দাস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ০৪: ০১

অধ্যায় ১

৬১. স্মার্টফোনে—

i. ইন্টারনেট ব্যবহার করা যায়

ii. টাচ স্ক্রিন থাকে

iii. ইন্টারনেট থাকলে সংবাদ পড়া যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬২. পরীক্ষার ফলাফল ইন্টারনেট ছাড়াও আর কোন মাধ্যম থেকে জানা যাচ্ছে?

ক. রেডিওতে খ. টেলিভিশনে

গ. পত্রিকায় ঘ. মুঠোফোনে

৬৩. মুঠোফোনের খুদে বার্তাকে সংক্ষেপে কী বলে?

ক. এসএমএস খ. এমএসএস

গ. এসএমসি ঘ. এমএমএস

৬৪. SMS-এর পূর্ণ রূপ কী?

ক. Short Message Service

খ. Short Message Serve

গ. Short Mobile Message

ঘ. Short Memory Message

৬৫. ল্যাপটপের সঙ্গে কী ব্যবহার করে ইন্টারনেট সুবিধা পাওয়া যায়?

ক. ফ্যাক্স খ. রেডিও

গ. মডেম ঘ. টাচ স্ক্রিন

৬৬. ভার্চ্যুয়াল প্রতিষ্ঠানের কারণে কাজ করা যায়—

i. ঘরে বসে

ii. অফিসে না গিয়ে

iii. যেকোনো স্থানে থেকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৭. কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে?

ক. কম্পিউটার

খ. ইন্টারনেট

গ. মুঠোফোন

ঘ. অপটিক্যাল ফাইবার কেব্​ল

৬৮. www.roc.gov.bd ওয়েবসাইটটি কোন প্রতিষ্ঠানের?

ক. রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস

খ. রেজিস্ট্রার অব জয়েন্ট

গ. কোম্পানি অ্যান্ড ফার্মস

ঘ. জয়েন্ট স্টক কোম্পানি

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৯ ও ৭০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সাদিয়া ও রাফিয়া যৌথ পরিচালনায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গঠন করবে। এ জন্য তাদের সরকারি প্রতিষ্ঠানে নিবন্ধিত হতে হবে।

৬৯. উদ্দীপকে যে ধরনের নিবন্ধনের কথা বলা হয়েছে, তা নিচের কোন প্রতিষ্ঠান?

ক. রেজিস্ট্রার অব জয়েন্ট

খ. কোম্পানি অ্যান্ড ফার্মস

গ. জয়েন্ট স্টক কোম্পানি

ঘ. রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস

৭০. উক্ত ব্যবসায়ে তারা কোন কোন ক্ষেত্রে আইসিটি–সংক্রান্ত সুযোগ–সুবিধা পাবে?

i. মজুত নিয়ন্ত্রণ

ii. উৎপাদনব্যবস্থা

iii. উন্নত যোগাযোগব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৬১.ঘ ৬২.ঘ ৬৩.ক ৬৪.ক ৬৫.গ ৬৬.ঘ ৬৭.ক ৬৮.ক ৬৯.ঘ ৭০.ঘ

প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

পড়াশোনা থেকে আরও পড়ুন
  • অষ্টম শ্রেণি
  • শিক্ষা
  • প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা
  • পড়াশোনা
  • অষ্টম শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মন্তব্য করুন