জীববিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

চিত্রটির আলোকে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

৩১. চিত্রটি কোষ বিভাজনের কোন পর্যায়ের?

ক. লেপ্টোটিন খ. জাইগোটিন

গ. ডায়াকাইনেসিস ঘ. ডিপ্লোটিন

৩২. চিত্রের A অংশে ঘটেছে—

i. শক্তির বিনিময়

ii. জিনের বিনিময়

iii. চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৩. মিয়োসিসের কোন পর্যায়ের ‘ক্রোমোজোমীয় নৃত্য’ দেখা যায়?

ক. প্রোফেজ খ. মেটাফেজ

গ. অ্যানাফেজ ঘ. প্রো–মেটাফেজ

৩৪. বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিয়োসিসের কোন উপপর্যায়ে?

ক. লেপ্টোটিন খ. জাইগোটিন

গ. প্যাকাইটিন ঘ. ডিপ্লোটিন

৩৫. মাইটোসিসের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো—

i. খাটো ও মোটা হয়

ii. বিষুবীয় প্লেটে থাকে

iii. মেটাকাইনেসিস ঘটে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. মিয়োসিসের কোন উপপর্যায়ে প্রান্তীয়করণ দেখা যায়?

ক. লেপ্টোটিন খ. জাইগোটিন

গ. ডিপ্লোটিন ঘ. প্যাকাইটিন

৩৭. কোন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধে?

ক. লেপ্টোটিন

খ. জাইগোটিন

গ. প্যাকাইটিন

ঘ. ডিপ্লোটিন

৩৮. কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো V, L, J, ও I-এর আকার ধারণ করে?

ক. প্রোফেজ খ. মেটাফেজ

গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ

৩৯. ক্রসিংওভারের সূচনা ঘটে কোন উপপর্যায়ে?

ক. লেপ্টোটিন

খ. জাইগোটিন

গ. প্যাকাইটিন

ঘ. ডিপ্লোটিন

৪০. নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়?

ক. মেটাকাইনেসিস

খ. ইন্টারকাইনেসিস

গ. ক্যারিওকাইনেসিস

ঘ. সাইটোকাইনেসিস

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.গ ৩২.গ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.ঘ ৩৬.গ ৩৭.খ ৩৮.গ ৩৯.গ ৪০.গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা