দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগপ্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১১-১২০)
দশম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ১
১১১. দেশের কয়টি চিনিকলের আখচাষি বর্তমানে ই-পুর্জি সেবা গ্রহণ করছে?
ক. ৫টি খ. ১৫টি
গ. ২০টি ঘ. ২২টি
১১২. ই-গভর্ন্যান্স বা সুশাসনের জন্য দরকার—
i. স্বচ্ছতা
ii. জবাবদিহিতা
iii. ডিজিটাল পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১৩. ই-সেবার প্রধান বৈশিষ্ট্য—
ক. বেশি খরচ কিন্তু স্বল্প সময়ে সেবা প্রদান
খ. স্বল্প খরচ এবং স্বল্প সময়ে সেবা প্রদান
গ. মুঠোফোনের ব্যবহার
ঘ. বিনা মূল্যে সেবা প্রদান
১১৪. ই-সেবার আওতাধীন সেবা—
i. ই-স্বাস্থ্যসেবা
ii. এমটিএস
iii. ই-টিকিট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১৫. অনলাইন আয়কর হিসাব করার ক্যালকুলেটর কোন ধরনের সেবা?
ক. ই-গভর্ন্যান্স খ. ই-সেবা
গ. এমটিএস ঘ. মোবাইল সেবা
১১৬. মুঠোফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানের পদ্ধতি কোনটি?
ক. ই-পর্চা খ. ই-স্বাস্থ্যসেবা
গ. টেলিমেডিসিন ঘ. মোবাইল টিকিটিং
১১৭. দেশের হাসপাতালগুলোয় বর্তমানে কোন ধরনের সেবা প্রদান করা হচ্ছে?
ক. ই-পর্চা খ. ই-কমার্স
গ. টেলিমেডিসিন ঘ. ই-টিকিটিং
১১৮. বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট সংগ্রহের যে সেবা চালু করেছে, তার নাম কী?
ক. ই-টিকিটিং খ. ই-কমার্স
গ. ইন্টারনেট ঘ. রেলওয়ে সার্ভিস
১১৯. E-commerce-এর পূর্ণ রূপ কী?
ক. Electro commerce
খ. Electric commerce
গ. Electronic commerce
ঘ. Electronics commerce
১২০. কম্পিউটারের সাহায্যে কেনা-বেচার পদ্ধতিকে কী বলে?
ক. ইন্টারনেট খ. ই-কমার্স
গ. ই-মেইল ঘ. ওপরের সব কটি
সঠিক উত্তর
অধ্যায় ১: ১১১.খ ১১২.ঘ ১১৩.খ ১১৪.ঘ ১১৫.খ ১১৬.খ ১১৭.গ ১১৮.ক ১১৯.গ ১২০.খ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১০১-১১০)