মাস্টার্স নিয়মিত ও প্রাইভেটে পত্রকোড এন্ট্রির তথ্য, ঢাবিতে এমএস, বাউবির সিএসসিতে ভর্তির সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স নিয়মিত ও প্রাইভেট শিক্ষার্থীদের অনলাইন পত্রকোড এন্ট্রির তথ্য

∎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ও ২০২১ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ওয়ারি অনলাইন পত্রকোড এন্ট্রি ১৫ জানুয়ারি বিকেল ৪টা থেকে শুরু  হয়ে ১৪ ফেব্রুয়ারি তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।

∎ সংশ্লিষ্ট কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (nu.ac.bd/admissions) এর College (postgraduate) Login অপশনে User ID ও password এন্ট্রি দিয়ে Login করতে হবে এবং Paper Code Entry অপশন থেকে শিক্ষার্থীদের পত্রকোড এন্ট্রি দিতে হবে।

∎ ২০২০-২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ও ২০২১ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের এ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য সিলেবাস অনুসরণ করে বিষয়ওয়ারী সঠিক পত্রকোড এন্ট্রি দিতে হবে।

∎ কলেজ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে পত্রকোড এন্ট্রি না দেওয়া হলে অথবা ভুল পত্রকোড এন্ট্রি দেওয়া হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএস প্রোগ্রাম

∎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে দেড় বছর মেয়াদি এমএস কোর্সের দ্বিতীয় ব্যাচে শিক্ষার্থী ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের শেষ তারিখ: ১২ ফেব্রুয়ারি।

ভর্তি পরীক্ষা: ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩০ থেকে বেলা ১টা।

বিস্তারিত তথ্য পেতে ওয়েবসাইট: du.ac.bd

মূল বিজ্ঞপ্তি - ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএস প্রোগ্রাম.pdf

বাউবির সিএসসি প্রোগ্রামে ভর্তি সময় বৃদ্ধি

∎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনে বিশেষ বিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে প্রথম সেমিস্টারে ভর্তির সময় আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

মূল বিজ্ঞপ্তি - বাউবির সিএসসি প্রোগ্রামে ভর্তি সময় বৃদ্ধি.pdf
আরও পড়ুন