বিজ্ঞান - ষষ্ঠ শ্রেণি

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

শিখন অভিজ্ঞতা ২

১. প্রশ্ন: সুনির্দিষ্ট পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে প্রমাণিত হওয়া জ্ঞানকে কী বলে?

উত্তর: বিজ্ঞান।

২. প্রশ্ন: প্রযুক্তি কী?

উত্তর: প্রযুক্তি হলো একধরনের উপায়, যার সাহায্যে বৈজ্ঞানিক জ্ঞানকে ব্যবহারিক উদ্দেশ্যে প্রয়োগ করা হয়।

৩. প্রশ্ন: সময়ের একক কী?

উত্তর: সেকেন্ড (S)।

৪. প্রশ্ন: তাপমাত্রার আন্তর্জাতিক একক কী?

উত্তর: কেলভিন (K)।

৫. প্রশ্ন: বিজ্ঞানী মাদাম কুরি কয়বার নোবেল পুরস্কার পান?

উত্তর: দুবার।

আরও পড়ুন

৬. প্রশ্ন: প্রিজমের ওপর সাদা আলো পড়লে অপর পাশে কী দেখা যাবে?

উত্তর: প্রিজমের ওপর সাদা আলো পড়লে অপর পাশে সাতটি ভিন্ন রঙের আলো দেখা যাবে।

৭. প্রশ্ন: হরি ধানের উদ্ভাবকের নাম কী?

উত্তর: হরিপদ কাপালী।

৮. প্রশ্ন: স্থলপথের তিনটি প্রযুক্তির নাম বলো?

উত্তর: মোটরগাড়ি, রেলগাড়ি, বাস।

৯. প্রশ্ন: আকাশপথের দুটি প্রযুক্তির নাম বলো?

উত্তর: উড়োজাহাজ ও হেলিকপ্টার।

১০. প্রশ্ন: এক্স-রে ও ইসিজি কোন ধরনের প্রযুক্তি?

উত্তর: চিকিত্সাপ্রযুক্তি।

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন