দশম শ্রেণির পড়াশোনা
১০১. কোনটির মাধ্যমে নাগরিকেরা নিজেদের সুবিধাজনক সময়ে সেবা গ্রহণ করতে পারে?
ক. মোবাইল টিকিটিং
খ. ই-গভর্ন্যান্স
গ. ইন্টারনেট
ঘ. ই-কমার্স
১০২. সরকারি দপ্তরের কর্মীদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে কোন পদ্ধতি চালুর ফলে?
ক. ই-গভর্ন্যান্স খ. সুশাসন
গ. ই-পুর্জি ঘ. আইন প্রণয়ন
১০৩. ই-সার্ভিসের মাধ্যমে যে কেউ কোন মাধ্যম ব্যবহারে সেবা গ্রহণ করতে পারে?
i. ইন্টারনেট
ii. মুঠোফোন
iii. অনলাইন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০৪. ই–এমটিএসের পূর্ণরূপ কোনটি?
ক. ইলেকট্রিক্যাল মানি ট্রান্সফার সিস্টেম
খ. ইলেকট্রনিক মানি ট্রান্সপোর্ট সিস্টেম
গ. ইলেকট্রনিক মানি ট্রানজিট সিস্টেম
ঘ. ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৫ থেকে ১০৭ নম্বর প্রশ্নের উত্তর দাও ।
এমটিএস টাকা পাঠানোর একটি সহজ এবং আধুনিক ডিজিটাল পদ্ধতি।
১০৫. এ পদ্ধতিতে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়?
ক. ৫ হাজার
খ. ১০ হাজার
গ. ৪০ হাজার
ঘ. ৫০ হাজার
১০৬. পদ্ধতিটি ব্যবহারে যে সুবিধা পাওয়া যায়—
i. ধীরগতি
ii. নিরাপত্তা
iii. কম খরচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০৭. এ পদ্ধতিতে টাকা পাঠাতে কত সময় লাগে?
ক. ১ সেকেন্ড খ. ১ মিনিট
গ. ৫ মিনিট ঘ. ১ ঘণ্টা
১০৮. আইবিএম কোম্পানি তৈরি করে—
i. ডিফারেন্স ইঞ্জিন
ii. মেইনফ্রেম কম্পিউটার
iii. মাইক্রোপ্রসেসর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৯ ও ১১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আজহার অনলাইনে প্রোগ্রামিংয়ের ওপর বিভিন্ন ধরনের সাইট ভিজিট করে এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম শিখে এখন সে প্রোগ্রাম তৈরি করে। কার্টুনও তৈরি করতে পারে।
১০৯. আজহারের শিক্ষাপদ্ধতি ছিল—
ক. ইনফরমেশন লার্নিং
খ. ইলেকট্রনিক লার্নিং
গ. প্রোগ্রাম লার্নিং
ঘ. ভিডিও লার্নিং
১১০. এ ব্যবস্থায় আজহারের প্রয়োজন হবে—
i. ভালো ইন্টারনেট স্পিড
ii. বই
iii. ই-লার্নিংয়ের শিখনসামগ্রী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ১০১.খ ১০২.ক ১০৩.ঘ ১০৪.ঘ ১০৫.ঘ ১০৬.গ ১০৭.খ ১০৮.গ ১০৯.খ ১১০.খ
প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা