এইচএসসি ২০২২ - ভূগোল ২য় পত্র | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

৮১. কার্পাস বয়নশিল্পের প্রধান কাঁচামাল কোনটি?

ক. তুলা খ. পাট

গ. ভেড়ার লোম ঘ. রেশম

৮২. বয়নশিল্পের প্রধান কাঁচামাল কী?

ক. কাপড় খ. সুতা

গ. কার্পাস ঘ. নাইলন

৮৩. বাংলাদেশ তৈরি পোশাকশিল্প উন্নয়নের কারণ—

i. সস্তা শ্রমশক্তি

ii. বিশ্ববাজারে চাহিদা

iii. কাঁচামালের সহজলভ্যতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৪. বাংলাদেশ সমৃদ্ধ নয় কোন ধরনের শিল্পে?

i. বনজ কাঁচামালনির্ভর শিল্পে

ii. খনিজনির্ভর করে

iii. শিল্পজাত কাঁচামালনির্ভর শিল্পে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৫. কৃষিজ পণ্যের উৎপাদন বৃদ্ধিতে কোন শিল্প ভূমিকা রাখে?

ক. চিনি খ. পোশাক

গ. সার ঘ. সিমেন্ট

৮৬. পোশাকশিল্পে নারী কর্মীর ভূমিকা বেশি হওয়ার কারণ—

i. সহজলভ্যতা

ii. একাগ্রতা

iii. দক্ষতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৭. আশুগঞ্জ সার কারখানার প্রধান কাঁচামাল কী?

ক. স্থানীয় কয়লা

খ. ছাতকের গ্যাস

গ. স্থানীয় প্রাকৃতিক গ্যাস

ঘ. হরিপুরের খনিজ তেল

৮৮. বর্তমানে লৌহ ইস্পাত উৎপাদনে প্রধান স্থান অধিকারকারী দেশ কোনটি?

ক. চীন খ. জাপান

গ. যুক্তরাষ্ট্র ঘ. ভারত

৮৯. কোন দেশটি লৌহ ও ইস্পাতশিল্পে দ্বিতীয়?

ক. রুশ ফেডারেশন খ. জাপান

গ. চীন ঘ. যুক্তরাষ্ট্র

৯০. বাংলাদেশে কয়টি চিনির কল আছে?

ক. ১৬ খ. ১৭

গ. ১৮ ঘ. ২০

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৮১.ক ৮২.গ ৮৩.ক ৮৪.ঘ ৮৫.গ ৮৬.ঘ ৮৭.গ ৮৮.ক ৮৯.খ ৯০.গ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)