সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৫ - চোখ বন্ধ করে ভাব

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

যে দুটি অদ্ভুত বিষয় নিয়ে তোমরা চোখ বন্ধ করে ভাবলে, সে বিষয়ে এখন তোমার মতামত নোট করে রাখো।

∎ এমন অদ্ভুত ব্যাপার কেউ কখনো দেখেছ কি না? না দেখলেও কোথাও কি শুনেছ কিংবা পড়েছ?

∎ শুনলে কোথায় শুনেছে বা এমন কী ধরনের লেখা পড়েছ?

∎ এটা হতে পারে তোমরা বইয়ে পড়েছ, অন্যের মুখে শুনেছ বা টিভি-মোবাইল-ইন্টারনেটে দেখেছ।

কল্পনানির্ভর লেখা অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি করে। আমরা অনেকেই কল্পনানির্ভর লেখা পড়তে ভালোবাসি। আমাদের মধ্যে কারও কারও ঠাকুরমার ঝুলি, ভৌতিক কাহিনি, রূপকথা, বৈজ্ঞানিক কল্পকাহিনি, কমিকস ইত্যাদি পড়ার অভিজ্ঞতা আছে। তা ছাড়া কার্টুন, কমিকস, সিনেমা, নাটক দেখার অভিজ্ঞতা থাকতে পারে, যেখানে বিভিন্ন ধরনের কাল্পনিক বিষয় আছে। তোমাদের পাঠ্যবইয়ের ‘আমড়া ও ক্র্যাব নেবুলা’ লেখাটিও এমন একটি কল্পনানির্ভর লেখা।

আরও পড়ুন

এখন তোমরা ‘আমড়া ও ক্র্যাব নেবুলা’ রচনাটি প্রথমে নীরবে ও পরে সরবে পাঠ করো। পড়ার সময় প্রমিত উচ্চারণের বিষয়টি খেয়াল রাখবে। পাঠের কোনো শব্দের অর্থ বুঝতে সমস্যা হলে সেগুলো চিহ্নিত করে রাখবে। লেখাটিতে যেসব নতুন শব্দ খুঁজে পাবে, সেগুলো পাঠ্যবইয়ের ‘শব্দের অর্থ’ অংশ থেকে পড়ে নেবে। ‘শব্দের অর্থ’ অংশে প্রদত্ত শব্দের অর্থের বাইরে আরও কোনো শব্দের অর্থ জানতে তোমরা শিক্ষক ও অভিধানের সাহায্য নিতে পারো।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন