দশম শ্রেণি - হিসাববিজ্ঞান | অধ্যায় ৭ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৭

১১. জাবেদা ও খতিয়ানের পার্থক্য করা যায় কীভাবে?

ক. ক্রয় দ্বারা খ. বিক্রয় দ্বারা

গ. উত্তোলন দ্বারা ঘ. উদ্বৃত্ত দ্বারা

১২. ক্রেডিট ব্যালেন্স সাধারণত নির্দেশ করে কোনটি?

ক. সম্পদ ও খরচ খ. আয় ও ব্যয়

গ. আয় ও দায় ঘ. সম্পদ ও দায়

১৩. হিসাবের দুদিক সমান করার কাজকে কী বলে?

ক. সমতা খ. জের টানা

গ. হিসাব সংরক্ষণ ঘ. সমতাপ্রাপ্ত

১৪. ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে কোনটি?

ক. সম্পদ খ. ব্যয়

গ. আয় ঘ. উত্তোলন

১৫. সাধারণত কোনটির ডেবিট ব্যালেন্স হয়?

ক. বিক্রয় হিসাব খ. দেনাদার হিসাব

গ. ঋণ হিসাব ঘ. মূলধন হিসাব

১৬. মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের জন্য সম্পদ ক্রয় করলে কোন হিসাব ক্রেডিট হবে?

ক. নগদান হিসাব খ. ক্রয় হিসাব

গ. আসবাবপত্র হিসাব ঘ. মূলধন হিসাব

১৭. হিসাবের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিক অপেক্ষা বেশি হলে কী প্রকাশ করবে?

ক. ডেবিট উদ্বৃত্ত খ. ক্রেডিট উদ্বৃত্ত

গ. সম্পদ ঘ. খরচ

১৮. সি/ডি বলতে কী বোঝায়?

ক. সম্মুখে নীত খ. ওপর থেকে আনীত

গ. নিচে নীত ঘ. পেছন থেকে আনীত

১৯. খতিয়ানে লেনদেনগুলো সাজিয়ে রাখা হয়–

i. সারিবদ্ধভাবে

ii. শ্রেণিবদ্ধভাবে

iii. তারিখের ক্রমানুসারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. বাস্তবক্ষেত্রে হিসাবের বিশেষ প্রচলিত ছক কোনটি?

ক. চলমান জের ছক

খ. স্থায়ী জের ছক

গ. ‘T’ ছক

ঘ. সাতঘরা খতিয়ান ছক

সঠিক উত্তর

অধ্যায় ৭: ১১.ঘ ১২.গ ১৩.খ ১৪.গ ১৫.খ ১৬.ঘ ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.ক

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা