পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ২ - বর্ণনামূলক প্রশ্ন (১-২)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

১. প্রশ্ন: পরিবেশদূষণের ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা করো।

উত্তর: পরিবেশদূষণের প্রভাব নিচে দেওয়া হলো:

ক. মানুষ, পরিবেশ ও জীবজন্তুর ব্যাপক ক্ষতি সাধিত হয়।

খ. মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, যেমন ক্যানসার, শ্বাসকষ্ট, পানিবাহিত রোগ ইত্যাদি।

গ. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ফলে সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে।

ঘ. জীবজন্তুর আবাসস্থল ধ্বংস হচ্ছে।

ঙ. অনেক জীবজন্তু পরিবেশ থেকে বিলুপ্ত হচ্ছে।

২. প্রশ্ন: শব্দ দূষণ কী? আমাদের ওপর শব্দদূষণের ক্ষতিকর প্রভাব কী?

উত্তর: যেসব উচ্চ শব্দের কারণে আমাদের কানের স্বাভাবিক শ্রবণক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়, তাই শব্দদূষণ। যেমন মাইকের উচ্চশব্দ, গাড়ির তীক্ষ হর্ন, জেনারেটরের আওয়াজ ইত্যাদি।

শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব নিচে দেওয়া হলো:

ক. শব্দদূষণের কারণে মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি হয়।

খ. দীর্ঘদিন উচ্চ আওয়াজ শুনলে ধীরে ধীরে শ্রবণশক্তি কমে যায়।

গ. উচ্চ শব্দে শিক্ষার্থীর পড়াশোনার ক্ষতি হয়।

ঘ. হাসপাতাল ও বাড়িতে বরাদ্দ মানুষ ও রোগীদের সমস্যা হয়।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা