রসায়ন ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১১. আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ কোনটি?

ক. PV = nRT খ. PV = sRT

গ. V = nRT ঘ. P = RT

১২. TDS কমানোর উপায়—

i. আয়ন বিমুক্ত করা

ii. পাতন

iii. বিপরীত অভিস্রবণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩. গ্যাস ব্যাপনের হার নির্ভর করে—

i. ঘনত্বের উপর

ii. তাপমাত্রার ওপর

iii. মোলার ভরের ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. কোনটিকে পরমশূন্য তাপমাত্রা বলে?

ক. -273°C খ. +273°C

গ. -293°C ঘ. +373°C

১৫. WHO –এর মতে পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা কত ppm?

ক. 0.05 ppm খ. 0.01 ppm

গ. 0.005 ppm ঘ. 0.001 ppm

১৬. কোনটির প্রভাবে হাড় ভঙ্গুর হয়?

ক. Cb খ. Pb

গ. Cr ঘ. As

১৭. সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটি?

ক. HCl খ. H2SO4

গ. H3PO4 ঘ. HNO4

১৮. অম্ল নীল লিটমাসকে কী করে?

ক. লাল খ. সবুজ

গ. নীল ঘ. সাদা

১৯. ক্ষারক লাল লিটমাসকে কী করে?

ক. লাল খ. সবুজ

গ. নীল ঘ. কালো

২০. বৈশ্বিক উষ্ণতা হ্রাস করতে—

i. কার্বন নিঃসরণ কমাতে হবে

ii. বেশি বেশি বনায়ন করতে হবে

iii. পেট্রোলিয়াম জ্বালানির ব্যবহার বাড়াতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.ক ১২.ঘ ১৩.ঘ ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.গ ১৮.ক ১৯.গ ২০.ক

মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা