অধ্যায় ১

১. তাপমাত্রার SI একক কোনটি?

ক. সেলসিয়াস খ. কেলভিন

গ. ফারেনহাইট ঘ. ক্যান্ডেলা

২. ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?

ক. ম্যাক্স প্লাঙ্ক খ. মার্কনি

গ. রনজেন ঘ. বেকেরেল

৩. কোন বিজ্ঞানী ১৫৪৩ সালে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দেন?

ক. কোপার্নিকাস খ. নিউটন

গ. গ্যালিলিও ঘ. আর্কিমিডিস

৪. নিচের কোনটি লব্ধ একক?

ক. মোল খ. কেলভিন

গ. জুল ঘ. অ্যাম্পিয়ার

৫. নিচের কোনটি মৌলিক একক?

ক. ক্যান্ডেলা খ. ওয়াট

গ. নিউটন ঘ. ভোল্ট

৬. পদার্থের পরিমাণের একক কী?

ক. গ্রাম খ. কিলোগ্রাম

গ. মোল ঘ. মিটার

৭. এক ফেমটোমিটার = কত মিটার?

ক. 10-15 খ. 1015

গ. 1018 ঘ. 10-18

৮. দীপন তীব্রতার একক কী?

ক. অ্যাম্পিয়ার খ. লুমেন

গ. ক্যান্ডেলা ঘ. লাক্স

৯. 1kg আদর্শ ভরের সংকর ধাতুটির উপাদান হলো—

i. প্লাটিনাম

ii. ইউরেনিয়াম

iii. ইরিডিয়াম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. একটি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 200 এবং যন্ত্রের পিচ 1mm হলে স্ক্রুগজটির লঘিষ্ঠ গণন কত মি.মি.?

ক. 0.01 খ. 0.001

গ. 0.05 ঘ. 0.005

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.খ ২.ঘ ৩.ক ৪.গ ৫.ক ৬.গ ৭.ক ৮.গ ৯.খ ১০.ঘ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা