অধ্যায় ৬
৫৭. নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য নয় কোনটি?
ক. চিরস্থায়ী নিম্নচাপ বলয় বিদ্যমান
খ. সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়
গ. ঋতুর পরিবর্তন হয়
ঘ. অতিরিক্ত আর্দ্রতা বিরাজ করে
৫৮. ভূমধ্যসাগরীয় জলবায়ু হতে পারে যে অক্ষাংশে—
ক. ৫° খ. ৩০°
গ. ৫০° ঘ. ৭০°
উদ্দীপকের আলোকে ৫৯ থেকে ৬০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দেশের নাম [i. বাংলাদেশ, ii. মালয়েশিয়া, iii. মিসর, iv. নরওয়ে]
৫৯. বিশ্ব উষ্ণায়নের ফলে লাভবান হবে কোন দেশ?
ক. iv নম্বর খ. iii নম্বর
গ. ii নম্বর ঘ. i নম্বর
৬০. কত নম্বর দেশের জলবায়ু সবচেয়ে আরামদায়ক?
ক. i খ. ii
গ. iii ঘ. iv
৬১. বিশ্ব উষ্ণায়নের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোন দেশ?
ক. i খ. ii
গ. iii ঘ. iv
৬২. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, উদ্ভিদ ও প্রাণীর পচন ও বনাঞ্চল ধ্বংস ইত্যাদির কারণে কোন গ্যাস নির্গত হয়?
ক. অক্সিজেন খ. মিথেন
গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই–অক্সাইড
৬৩. চীন, জাপান ও ফিলিপাইনে ঘূর্ণিঝড় কী নামে পরিচিত?
ক. হারিকেন খ. টর্নেডো
গ. সাইক্লোন ঘ. টাইফুন
৬৪. কোনটিকে সুদানি জলবায়ু বলা হয়?
ক. ক্রান্তীয় মহাদেশীয় খ. ক্রান্তীয় মৌসুমি
গ. নিরক্ষীয় ঘ. উষ্ণ মরু
৬৫. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত?
ক. ৩০°-৪৫° খ. ৩০°-৫৫°
গ. ৩৫°-৪৪° ঘ. ৩০°-৪৪°
৬৬. নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বৃষ্টিপাত কী কারণে হয়?
ক. জলভাগের অধিক্য
খ. চিরসবুজ বনভূমি
গ. বায়ুর অনুভূমিক প্রবাহ
ঘ. পাহাড়
৬৭. গ্রিনহাউস প্রতিক্রিয়ার জন্য প্রধানত কোনটি দায়ী?
ক. CH4 খ. CO2
গ. N2O ঘ. CFC
৬৮. ডব্লিউ কোপেন পৃথিবীর জলবায়ুকে মোট কত শ্রেণিতে বিভক্ত করেন?
ক. ১৫টি খ. ১৬টি
গ. ১৭টি ঘ. ১৮টি
চিত্রটি দেখো এবং ৬৯ ও ৭০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৬৯. চিত্রে ‘A’ স্থানটি কোন অঞ্চলে অবস্থিত?
ক. নিরক্ষীয় অঞ্চলে
খ. উত্তরের হিম অঞ্চলে
গ. দক্ষিণের হিম অঞ্চলে
ঘ. নাতিশীতোষ্ণমণ্ডলে
৭০. চিত্রে ‘B’ চিহ্নিত অঞ্চলে—
i. সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত
ii. বৃষ্টিহীন গ্রীষ্মকাল ও বৃষ্টিবহুল শীতকাল
iii. সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৬: ৫৭. গ ৫৮. খ ৫৯. ক ৬০. গ ৬১. ক ৬২. ঘ ৬৩. ঘ ৬৪. ক ৬৫. ঘ ৬৬. ক ৬৭. খ ৬৮. খ ৬৯. গ ৭০. খ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা