এইচএসসি ২০২৩ - সমাজবিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১১. ‘The New Scince’ গ্রন্থের লেখক কে?

ক. গিয়ামবাতিস্তা ভিকো

খ. হবস

গ. টমাস মুর

ঘ. টেইলর

১২. ‘সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়াকর্মের বিজ্ঞান’—উক্তিটি কার?

ক. ম্যাক্স ওয়েবার খ. এমিল ডুর্খেইম

গ. টমাস মুর ঘ. টেইলর

১৩. নৃবিজ্ঞান হলো—

i. সমাজের বিজ্ঞান

ii. মানুষের বিজ্ঞান

iii. সমাজের খুঁটিনাটি বিষয়ের বিকাশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. ‘The Positive Philosophy’ কত খণ্ডে প্রকাশিত হয়?

ক. তিন খ. চার

গ. পাঁচ ঘ. ছয়

১৫. জীবদেহের সঙ্গে সমাজের তুলনা করেন কে?

ক. অগাস্ট কোঁৎ

খ. ম্যাক্স ওয়েবার

গ. হার্বাট স্পেনসার

ঘ. কার্ল মার্ক্স

১৬. ‘সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান’— কথাটি বলেছেন কে?

ক. কার্ল মার্ক্স খ. এমিল ডুর্খেইম

গ. অগাস্ট কোঁৎ ঘ. ম্যাক্স ওয়েবার

১৭. সমাজবিজ্ঞানী ভিকোর মতে সমাজ বিকাশের প্রথম স্তর কোনটি?

ক. ধর্মকেন্দ্রিক যুগ খ. জাদুকরদের যুগ

গ. যোদ্ধাদের যুগ ঘ. দেবতাদের যুগ

১৮. কার্ল মার্ক্সের গ্রন্থ—

i. The Politics ii. Das Capital

iii. The German Ideology

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কোনটি?

ক. সামাজিক পরিবর্তন

খ. সামাজিক গতিপ্রকৃতি

গ. সামাজিক সম্পর্ক

ঘ. সামাজিক উন্নয়ন

২০. ফ্রয়েডের মতে ‘ইগো’ কী?

ক. বাস্তব প্রবৃত্তি খ. নৈতিক প্রবৃত্তি

গ. আদি প্রবৃত্তি ঘ. জৈবিক প্রবৃত্তি

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.ক ১২.ক ১৩.গ ১৪.ঘ ১৫.গ ১৬.খ ১৭.ঘ ১৮.গ ১৯.গ ২০.ক

মোহাম্মদ জসিমউদ্দীন, প্রভাষক, মোহাম্মদপুর মডেল কলেজ, ঢাকা