বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০) : অধ্যায় ১ | বাংলাদেশ ও বিশ্বপরিচয় - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৫১. কিসের ভিত্তিতে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয় লাভ করে?

ক. রাজনৈতিক বৈষম্যের

খ. ঐতিহাসিক ছয় দফার

গ. বাংলা ভাষার

ঘ. অর্থনীতির ভিত্তিতে

৫২. ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ বলা হয় কাকে?

ক. ৬ দফা দাবি খ. ১১ দফা দাবি

গ. ২১ দফা দাবি ঘ. ১৯৭০-এর নির্বাচন

৫৩. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?

ক. ১৫৫টি খ. ১৬০টি

গ. ১৭২টি ঘ. ১৭৫টি

৫৪. যুক্তফ্রন্ট গঠনের ‘মূল উদ্যোক্তা’ ছিল কোন দল?

ক. আওয়ামী লীগ

খ. কৃষক শ্রমিক পার্টি

গ. আওয়ামী মুসলিম লীগ

ঘ. মুসলিম লীগ

৫৫. নিচের কোন সময় শেখ মুজিবুর রহমান বন্দী জীবন কাটান?

ক. ১৯৪৮ থেকে ১৯৫৬-এর ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত

খ. ১৯৪৭ থেকে ১৯৫৫-এর ২৭ মে পর্যন্ত

গ. ১৯৪৯ থেকে ১৯৫২-এর ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত

ঘ. ১৯৪৯ থেকে ১৯৫৪-এর ৩০ জুন পর্যন্ত

আরও পড়ুন

৫৬. ‘জনগণই সকল ক্ষমতার উৎস’ এটি প্রমাণ করে কত সালের নির্বাচন?

ক. ১৯৫৪ সালের নির্বাচন

খ. ১৯৬৬ সালের নির্বাচন

গ. ১৯৭০ সালের নির্বাচন

ঘ. ১৯৭৩ সালের নির্বাচন

৫৭. যুক্তফ্রন্ট গঠিত হয় কয়টি দল নিয়ে?

ক. ৩টি খ. ৪টি

গ. ৫টি ঘ. ৬টি

৫৮. যুক্তফ্রন্টের ২১ দফায় কোন কোন বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন চাওয়া হয়েছে?

ক. ঢাকা ও রাজশাহী

খ. চট্টগ্রাম ও রাজশাহী

গ. জাহাঙ্গীরনগর ও রাজশাহী

ঘ. ঢাকা ও বুয়েট

৫৯. যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ক. সৈয়দ নজরুল ইসলাম

খ. শেরে বাংলা এ কে ফজলুল হক

গ. তাজউদ্দীন আহমদ

ঘ. শহীদ সোহরাওয়ার্দী

৬০. কে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন?

ক. ইয়াহিয়া খান

খ. ইস্কান্দার মির্জা

গ. আইয়ুব খান

ঘ. গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ

সঠিক উত্তর

অধ্যায় ১: ৫১.খ ৫২.ক ৫৩.খ ৫৪.ক ৫৫.গ ৫৬.ক ৫৭.খ ৫৮.ক ৫৯.খ ৬০.ঘ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

আরও পড়ুন