নাটোর বিএইউইটিতে ৮ বিষয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির সুযাগ
নাটোরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (BAUET) সামার-২০২৫ সেশনে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিষয়—
সিই, সিএসই, ইইই, আইসিই, এমই, বিবিএ, ইংরেজি ও এলএলবি।
টিউশন ফি ছাড়—
১. এমই প্রোগ্রামে ৫০ শতাংশ ফি বিশেষ টিউশন ছাড়
২. আইসিই প্রোগ্রামে ৪০ শতাংশ ফি বিশেষ টিউশন ছাড়
৩. সিই অ্যান্ড ইইই প্রোগ্রামে ২০ শতাংশ ফি বিশেষ টিউশন ছাড়
ভর্তি পরীক্ষার আবেদন—
অনলাইনে আবেদন করতে হবে
ভর্তির বিস্তারিত তথ্য—
১. আবেদনের শেষ তারিখ: ৫ মে ২০২৫
২. ভর্তি পরীক্ষার তারিখ: ৯ মে ২০২৫
৩. ভর্তির পরীক্ষার ফলাফল: ১২ মে ২০২৫
৪. সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা।
৫. স্থান: ক. বিএইইউইটি প্রধান ক্যাম্পাস, নাটোর
খ.এমআইএসটি, মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা
বিএইউইটির ঠিকানা: কাদিরাবাদ ক্যান্টনমেন্ট, দয়ারামপুর, নাটোর।
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: