বিশ্ব খাদ্য ফোরাম দেবে ১৭ লাখ টাকার ফান্ড, ইতালির রোম ঘুরে আসার সুযোগ, আবেদনের সময় আর চার দিন

২০২২ সালের বিজয়ীদের একাংশছবি: বিশ্ব খাদ্য ফোরামের ওয়েবসাইট থেকে

ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে ও কৃষিখাদ্যের রূপান্তরে টেকসই উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের বিশ্ব খাদ্য ফোরাম (WFF) কাজ করে থাকে। তারা ট্রান্সফরমেটিভ রিসার্চ চ্যালেঞ্জ (TRC) নামের একটি কর্মসূচির আয়োজন করছে। এ আয়োজনের উদ্দেশ্য হলো সমাজ তথা বিশ্ব থেকে ক্ষুধা দূর করা এবং কৃষিখাদ্যের রূপান্তরে গবেষণায় তরুণ অথবা তরুণ ভাবাপন্ন গবেষক অথবা কোনো গবেষণা দলকে সহায়তা করা।

এই আয়োজনের আওতায় ভিন্ন ভিন্ন পুরস্কারের জন্য একক কিংবা দলগতভাবে অংশ নেওয়া যাবে। একজন গবেষক বা গবেষণা দল মোট ছয়টি ভিন্ন ভিন্ন পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। প্রতিটি পুরস্কারের শিরোনাম এবং ধরন আলাদা। এর মধ্যে দুটি পুরস্কারে বিজয়ীরা অন্যান্য সুযোগ–সুবিধার পাশাপাশি একটিতে প্রায় সাড়ে ১১ লাখ টাকা ও আরেকটিতে প্রায় সাড়ে ১৭ লাখ টাকা পাবেন।

এই আয়োজনে অংশ নিতে চাইলে নেই কোনো বয়স, পেশা, দেশ কিংবা অন্য কোনো রকমের বাধা। অর্থাৎ যেকোনো বয়সের যে কেউ আবেদন করতে পারবেন। শুধু থাকতে হবে ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে কাজ করার অদম্য ইচ্ছা ও গবেষণা। এর জন্য তরুণদের প্রাধান্য দেওয়া হলেও অন্তরে তরুণ, এমন যে কেউ আবেদন করতে পারবেন।

যা লাগবে

  • দুই পৃষ্ঠার একটি কনসেপ্ট নোট। যেখানে ক্ষুধামুক্ত বিশ্ব গড়া ও কৃষিখাদ্য ব্যবস্থাকে রূপান্তরের ওপর উদ্ভাবনী রিসার্চ আইডিয়া থাকবে।

  • পাবলিকেশনের জন্য একটি রিসার্চ আর্টিকেল

  • ফান্ডিংয়ের জন্য একটি রিসার্চ প্রজেক্ট প্রপোজাল

  • যেকোনো বিজ্ঞান কনফারেন্সে প্রদর্শিত প্রেজেন্টশন অথবা পেপার

  • গবেষণা উদ্ভাবনকে বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগানোর জন্য আরও উন্নয়ন, অংশীদারত্ব কিংবা বৃহৎ আকারে করার একটি পরিকল্পনা জমা দিতে হবে।

মোট ৬টি পুরস্কারের বা প্রাইজের জন্য আবেদন করা যাবে। যেগুলো হলো—

১. গ্লোবাল ওয়ান হেলথ প্রাইজ

উদ্দ্যেশ্য: ভবিষ্যৎ মহামারি প্রতিরোধে সংক্রমণ ও এর প্রভাব কমিয়ে আনার ক্ষেত্রে আরও নিরাপদ ও উপযুক্ত খাদ্য উৎপাদনে জোর দেওয়া।

পুরস্কার: পাঁচজন প্রত্যেককে সাড়ে ১১ লাখ টাকা (১০ হাজার মার্কিন ডলার) করে দেওয়া হবে। সঙ্গে থাকবে ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের সদর দপ্তরে চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠেয় ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ।

২. প্ল্যান্ট-বেজড ফুড প্রাইজ

উদ্দেশ্য: মানুষকে আরও বেশি উদ্ভিদভিত্তিক খাদ্যের দিকে যেতে উৎসাহিত করা, যেন দীর্ঘমেয়াদি নিরাময়যোগ্য রোগের বৈশ্বিক বোঝা কমে আসে, মূল্যবান ভূমি ও পানিসম্পদ রক্ষা করা যায় এবং জলবায়ু পরিবর্তনের গতি কমিয়ে আনা যায়, যা ক্রমান্বয়ে পৃথিবীর ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে।

পুরস্কার: দুজন প্রত্যেকে প্রায় সাড়ে ১৭ লাখ টাকা (১৫ হাজার মার্কিন ডলার) পাবেন। সঙ্গে থাকবে ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের সদর দপ্তরে চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠেয় ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ এবং জাতিসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের (FAO) মাধ্যমে রিসার্চ পেপার পাবলিশ করার সুযোগ।

৩. ফুড লস অ্যান্ড ওয়েস্ট প্রাইজ

উদ্দেশ্য: এই পুরস্কারের লক্ষ্য খাদ্যের সহজলভ্যতা বৃদ্ধির পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও খাদ্যের পুষ্টি বৃদ্ধির মাধ্যমে, গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস এবং ভূমি ও পানির মতো অত্যাবশ্যকীয় সম্পদের ওপর চাপ কমানোর মাধ্যমে কৃষিখাদ্য ব্যবস্থায় রূপান্তর ঘটানো।

পুরস্কার: বিশ্ব খাদ্য ফোরামের চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠেয় ফ্ল্যাগশিপ ইভেন্টে আপনার কাজ দেখানোর সুযোগ এবং জাতিসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের (FAO) চ্যানেলগুলোর মাধ্যমে রিসার্চ পেপার ছড়িয়ে দেওয়ার সুযোগ।

৪. দ্য রোল অব ওয়াটার ইন ট্রান্সফর্মিং আওয়ার অ্যাগ্রিফুড সিস্টেমস প্রাইজ

উদ্দেশ্য: পানির ঘাটতি মোকাবিলা করা, পানির নিরাপত্তা বৃদ্ধি করা এবং কার্যকরী উদ্ভাবনী সেচপ্রযুক্তির বিকাশ ঘটানো।
পুরস্কার: পুরস্কারপ্রাপ্তদের আর্থিক সহায়তার পাশাপাশি বিশ্ব খাদ্য ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে আপনার কাজ দেখানোর সুযোগ এবং জাতিসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের (FAO) চ্যানেলগুলোর মাধ্যমে রিসার্চ পেপার ছড়িয়ে দেওয়ার সুযোগ দেওয়া হবে।

৫. জেন্ডার মেইনস্ট্রিমিং অ্যান্ড পিপিআর এডুকেশন প্রাইজ

উদ্দেশ্য: পিপিআর ভাইরাস কর্তৃক এশিয়া, আরব উপদ্বীপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাজুড়ে গবাদিপশুর সংখ্যা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সৃষ্ট হুমকি মোকাবিলায় সহায়তা করা।

পুরস্কার: বিজয়ী দলগুলোকে আর্থিক সহায়তা করা হবে। পাশাপাশি বিশ্ব খাদ্য ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে আপনার কাজ দেখানোর সুযোগ এবং জাতিসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের (FAO) চ্যানেলগুলোর মাধ্যমে রিসার্চ পেপার ছড়িয়ে দেওয়ার সুযোগ দেওয়া হবে।

৬. প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড নিউট্রিশন প্রাইজ

উদ্দেশ্য: এই পুরস্কারের উদ্দেশ্য হলো এমন ফসলের জাত উন্নয়নে সহায়তা করা, যা অ্যাবায়োটিক ও বায়োটিক চাপ সহনশীল, উচ্চ ফলনশীল এবং পুষ্টিঘন এবং পরিবর্তিত পরিবেশগত অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে।

পুরস্কার: আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন এক্সপার্টের দ্বারা বিশেষায়িত মেন্টরশিপ, কোচিংসহ আরও বেশ কিছু সুযোগ–সুবিধা।

  • আবেদনের শেষ তারিখ: ১৫ মে ২০২৪

  • জাতিসংঘের ছয়টি অফিশিয়াল ভাষার (আরবি, চায়নিজ, ইংরেজি, ফ্রেঞ্চ, রাশিয়ান ও স্প্যানিশ) যেকোনো ভাষায় আবেদন জমা দেওয়া যাবে।

  • বিস্তারিত জানতে ভিজিট করুন: world-food-forum.org/innovation-lab/transformative-research-challenge/en

  • আবেদন করতে ভিজিট করুন: wff.grantplatform.com/entry-form/entrant/start