এসএসসি ২০২৩ | সিলেবাসটি কেটে সংগ্রহে রাখো, সে অনুযায়ী প্রস্তুতি নাও

ব্রাদার লিও পেরেরা

প্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা রইল। এবার ২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। তোমরা আগামী বছর ২০২৩ সালে পরীক্ষা দেবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘোষণা করেছে, তোমাদের পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এজন্য ২০২৩ সালের পরীক্ষার সিলেবাসে কোন কোন অধ্যায় আছে, তা জেনে নেবে।

পরীক্ষার সময়: পরীক্ষার জন্য দুই ধরনের প্রস্তুতি দরকার। দীর্ঘমেয়াদি ও তাৎক্ষণিক। তোমাদের হাতে ৮ থেকে ৯ মাস সময় আছে। এ সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে। প্রস্তুতির ধরন হতে হবে ভালো ফল অর্জন, একই সঙ্গে এসএসসির পরে কলেজের জন্য তৈরি হওয়া।

পরিকল্পনা করো: ভালো ফল অর্জনের প্রথম ধাপ হলো পড়ালেখার একটি পরিকল্পনা তৈরি করা। বিষয়ের গুরুত্ব, বিষয়বস্তুর গভীরতা, তোমাদের প্রয়োজন ও মনোযোগ বিবেচনা করে প্রতিটি বিষয়ে প্রতি সপ্তাহে যাতে প্রয়োজনীয় সময় ভাগ করে পেতে পার সে অনুযায়ী রুটিন সাজিয়ে পড়ার টেবিলে রাখবে, যেন পড়তে এসেই দেখতে পাও। রুটিনে প্রতিদিন লেখার সময়ও রাখবে। রুটিন অনুসারে প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করবে।

অনুশীলন করো: গণিত ও বিজ্ঞানভিত্তিক বিষয়গুলো অধিক গুরুত্বপূর্ণ এবং বিষয়গুলো ব্যবহারিক ও নিয়মিত অনুশীলন করা প্রয়োজন। এ বিষয়গুলো নিয়ে প্রতিদিন বিশদভাবে পড়বে ও অনুশীলন করবে। সংজ্ঞা, চিত্র, ইকোয়েশন, সংকেত ও বিশেষ শব্দ চিহ্নিত করে পড়বে, যেন মনে থাকে।

প্রস্তুতিমূলক পরীক্ষা: তোমরা যে প্রতিদিন রুটিন অনুযায়ী পড়ালেখা করছে, তার অগ্রগতি মূল্যায়নের জন্য নির্দিষ্ট সময় পর প্রস্তুতিমূলক পরীক্ষা দেবে। এই পরীক্ষাগুলো বিদ্যালয়ে বা গৃহশিক্ষকের কাছে বা শিক্ষকের সহায়তায় নিজেরাও লিখতে পারো। প্রস্তুতিমূলক পরীক্ষাগুলোর মূল্যায়নের ওপর ভিত্তি করে পড়ালেখার ধরন ও উন্নতির রূপরেখা নির্ধারণ করতে পারবে।

বানান ও ভাষা: ইংরেজি ও বাংলায় কিছু বানান, ভাষা ও বাক্য গঠনে বিশেষ মনোযোগ দেবে। উত্তরগুলো নির্ভুল বানানে শুদ্ধ ও সহজ ভাষায় লিখবে। যে বিষয়গুলোতে বিভিন্ন সংকেত, নাম বা তারিখ থাকে, সেগুলো গুরুত্ব দিয়ে অনুশীলন করবে ও প্রয়োজনে আলাদা খাতায় বা কাগজে চার্ট আকারে রাখতে পারো, যেন সহজে পড়তে পারো।

২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি ঘোষণা করেছে।

∎ ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

∎ ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে।

∎ এসএসসি পর্যায়ে তথ্য ও যোগােযাগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষার পূর্ণ নম্বর ৫০ এবং অন্য প্রতিটি বিষয়ে ৩ ঘন্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

∎ এইচএসসি পর্যায়ে প্রতি বিষয়ে ৩ ঘন্টা সময়ে ১০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে

আরও পড়ুন