অধ্যায় ৪
২১. ‘বিবাহ দুজন নর-নারীর মধ্যে সম্পর্ক রচনা করে, যা সমাজ কর্তৃক অনুমোদিত’—উক্তিটি কার?
ক. ই আর গ্রোভসের খ. ম্যালিনোস্কির
গ. ওয়েস্টারমার্কের ঘ. রবার্ট লুইয়ের
২২. কিসের মাধ্যমে স্বামী-স্ত্রীর যৌন চাহিদা পূরণ হয়?
ক. বিবাহ খ. ভালোবাসা
গ. সহযোগিতা ঘ. সহানুভূতি
২৩. ‘মানবসমাজের ক্রমবিকাশের ধারায় দূর অতীতে গোষ্ঠীগত বিবাহ লক্ষ করা গেছে’—উক্তিটি কার?
ক. মর্গানের খ. ওয়েস্টারমার্কের
গ. বার্নস ঘ. জিসবার্ট
২৪. ‘বিবাহ হচ্ছে মহিলা ও পুরুষের মোটামুটি স্থায়ী এমন একটি সম্পর্ক, যা কেবল সন্তান জন্মদান পর্যন্তই স্থায়ী হয় না; বরং এরপরও কিছুদিন অন্তত স্থায়ী হয়’—সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. অগবার্ন খ. এম এফ নিমকফ
গ. ডেভিড পোপেনো ঘ. এডওয়ার্ড ওয়েস্টারমার্ক
২৫. ‘বিবাহ হচ্ছে এমন এক দুঃসাহসিক বন্ধুত্ব, যার আইনগত রেজিস্ট্রেশন ও সামাজিক গোষ্ঠীর সমর্থন রয়েছে’—বিবাহের এ সংজ্ঞাটি কার?
ক. ই আর গ্রোভসের খ. এডওয়ার্ড ওয়েস্টারমার্কের
গ. অগবার্নের ঘ. ডেভিড পোপেনোর
২৬. বিবাহ হচ্ছে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের মধ্যে এমন এক যুগল বন্ধন, যা—
i. সমাজ দ্বারা সমর্থিত
ii. ধর্ম দ্বারা সমর্থিত
iii. আইন দ্বারা সমর্থিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. ‘পলিজিনি’ কোন ভাষার শব্দ?
ক. স্প্যানিশ খ. ফরাসি
গ. গ্রিক ঘ. ল্যাটিন
২৮. কোনো বিধবা মহিলার সঙ্গে তাঁর মৃত স্বামীর যেকোনো ভাইয়ের বিবাহকে কোন ধরনের বিবাহ বলে?
ক. সরোরেট খ. লেভিরেট
গ. পলিয়ানড্রি ঘ. মনোগামি
২৯. কোন ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তাঁর মৃত স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে, তাকে কোন ধরনের বিবাহ বলে?
ক. অন্তর্বিবাহ খ. সরোরেট
গ. বহির্বিবাহ ঘ. লেভিরেট
৩০. উঁচু বর্ণের সঙ্গে নিচু বর্ণের পাত্রীর বিবাহকে কী বলা হয়?
ক. সরোরেট খ. লেভিরেট
গ. অনুলোম ঘ. প্রতিলোম
সঠিক উত্তর
অধ্যায় ৪: ২১.ঘ ২২.ক ২৩.ক ২৪.ঘ ২৫.ক ২৬.ঘ ২৭.গ ২৮.খ ২৯.খ ৩০.গ
শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা