দশম শ্রেণি - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৩১. নিচের কোনটির দ্বারা মানুষ ব্যাপকভাবে প্রভাবিত হয়?

ক. পরিবেশ খ. ব্যবসায়

গ. রাজনীতি ঘ. সম্পদ

৩২. ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান?

ক. অর্থনৈতিক খ. পারিবারিক

গ. সামাজিক ঘ. রাজনৈতিক

৩৩. শিক্ষা ও সংস্কৃতি কোন ব্যবসায় পরিবেশের অন্তর্গত?

ক. প্রাকৃতিক খ. আইনগত

গ. প্রযুক্তিগত ঘ. সামাজিক

৩৪. নার্সারি কোন শিল্পের অন্তর্গত?

ক. নির্মাণ খ. প্রজনন

গ. উত্পাদন ঘ. নিষ্কাশন

৩৫. ব্যবসায় উন্নয়ন ঘটায়—

i. গবেষণায় ii. সৃজনশীল কাজের

iii. শিল্পের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. ব্যবসায়ের সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই কী থাকতে হবে?

ক. আর্থিক মূল্য খ. উপযোগ

গ. কার্যকারিতা ঘ. ভোগযোগ্যতা

৩৭. ঝুঁকি ব্যবসায়ের কী?

ক. উদ্দেশ্য খ. বৈশিষ্ট্য

গ. সুবিধা ঘ. অসুবিধা

নিচের তথ্য পড়ে ৩৮ ও ৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে সমস্যা হলো জনগণের শিক্ষা ও সচেতনতার অভাব। মুরাদ ভাবে, এ দেশের অধিক জনসংখ্যাকে যদি শিক্ষিত, দক্ষ ও উদ্যমী করে গড়ে তোলা যায়, তবে দেশের মঙ্গল হবে।

৩৮. মুরাদ কোন ধরনের পরিবেশ নিয়ে ভাবছে?

ক. অর্থনৈতিক খ. রাজনৈতিক

গ. আইনগত ঘ. সামাজিক

৩৯. উক্ত পরিবেশের উন্নয়নে করণীয় হতে পারে—

i. উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ

ii. কর্মমুখী শিক্ষাব্যবস্থার প্রবর্তন

iii. সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. পানি থেকে বিদ্যুৎ তৈরি ও বণ্টন কোন শিল্প?

ক. নির্মাণ খ. সেবা

গ. উত্পাদন ঘ. নিষ্কাশন

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.ক ৩২.গ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.ক ৩৬.ক ৩৭.খ ৩৮.ঘ ৩৯.ঘ ৪০.খ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন