প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ - বাংলা (৮)

বাংলা বিষয়ে পুরো পাঠ্যবই থেকে ৭ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে এবং দুটি অনুচ্ছেদ থেকে ৮ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে(৮+৭)=১৫।এবং একটি রচনামূলক প্রশ্ন থাকবে যার নম্বর ১০ বাংলায় মোট ২৫ নম্বর

সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দাও

১. কখন শিউলি ফুল ফোটে?

ক. আশ্বিন মাসে খ. কার্তিক মাসে

গ. দিনের বেলায় ঘ. মাঘ মাসে

২. হিন্দুদের প্রধান ধর্মীয় উত্সব কোনটি?

ক. লক্ষ্মীপূজা খ. বৌদ্ধ পূর্ণিমা

গ. দুর্গাপূজা ঘ. রথ উত্সব

৩. ‘দেশান্তর’ শব্দের অর্থ কী?

ক. অন্য ঘর খ. অন্য দেশ

গ. জায়গা ঘ. কোথাও

৪. পৃথিবীর বৃহৎ স্থলচর প্রাণী কোনটি?

ক. হাতি

খ. ওলবাঘ

গ. রয়েল বেঙ্গল টাইগার

ঘ. গন্ডার

৫. সুন্দরবন বাংলাদেশের কোন দিকে অবস্থিত?

ক. উত্তরে খ. দক্ষিণে

গ. পূর্বে ঘ. পশ্চিমে

৬. বাংলাদেশের জাতীয় প্রাণী কোনটি?

ক. দোয়েল

খ. ইলিশ

গ. রয়েল বেঙ্গল টাইগার

ঘ. হাতি

৭. বাংলাদেশের বিলুপ্তপ্রায় প্রাণী কোনটি?

ক. শকুন খ. বাঘ

গ. হাতি ঘ. চিত্রা হরিণ

৮. ‘তিরিক্ষি’ শব্দের অর্থ কী?

ক. খুব কঠিন খ. খারাপ মেজাজ

গ. ভালো আচরণ গ. দুষ্টু প্রকৃতি

৯. ‘মেদিনী’ শব্দের অর্থ কী?

ক. নগর খ. জনপদ

গ. পৃথিবী ঘ. মানুষ

১০. বনের হাতিটির মেজাজ কেমন ছিল?

ক. শান্ত খ. উগ্র

গ. তিরিক্ষি ঘ. কোমল

সঠিক উত্তরঃ ১.ক ২.গ ৩.খ ৪.ক ৫.খ ৬.গ ৭.ক ৮.খ ৯.গ ১০.গ

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা