প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ - বাংলা (১০)

বাংলা বিষয়ে পুরো পাঠ্যবই থেকে ৭ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে এবং দুটি অনুচ্ছেদ থেকে ৮ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে(৮+৭)=১৫।এবং একটি রচনামূলক প্রশ্ন থাকবে যার নম্বর ১০। বাংলায় মোট ২৫ নম্বর

সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দাও

১. যাঁরা মাটি দিয়ে জিনিস তৈরি করেন, তাঁদের কী বলে?

ক. কামার খ. মাটিয়াল

গ. কারুশিল্পী ঘ. কুমার

২. শব্দদূষণ সবচেয়ে বেশি হয় কোথায়?

ক. গ্রামে খ. মাঠে

গ. শহরে ঘ. রাস্তায়

৩. ‘মনস্বী’ শব্দের অর্থ কী?

ক. মান্য খ. বরেণ্য

গ. উদারমন্য ঘ. অসাধারণ

৪. ‘যশস্বী’ শব্দের অর্থ কী?

ক. কীর্তিমান খ. উদার মনের

গ. অসাধারণ ঘ. মহামান্য

৫. অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা কোন বিষয়ের শিক্ষক ছিলেন?

ক. বাংলা সাহিত্যের খ. সমাজবিজ্ঞানের

গ. ইংরেজি সাহিত্যের ঘ. সাংবাদিকতার

৬. অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব কোন বিষয়ের শিক্ষক ছিলেন?

ক. পরিসংখ৵ানের খ. দর্শন শাস্ত্রের

গ. ইংরেজি সাহিত্যের ঘ. সাংবাদিকতার

৭. সংবাদ অফিসে পুড়ে মারা যান কোন লেখক ও সাংবাদিক?

ক. শহীদ সাবের খ. মুনীর চৌধুরী

গ. ধীরেন্দ্রনাথ দত্ত ঘ. আলতাফ মাহমুদ

৮. পাকিস্তান গণপরিষদে প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন কে?

ক. মুনীর চৌধুরী খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

গ. ধীরেন্দ্রনাথ দত্ত ঘ. রণদাপ্রসাদ সাহা

সঠিক উত্তর

১.ঘ ২.গ ৩.গ ৪.ক ৫.গ ৬.খ ৭.ক ৮.গ

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা