প্রতিটি পর্যায় ক্ষার ধাতু দিয়ে শুরু ও নিষ্ক্রিয় গ্যাস দিয়ে শেষ

পর্যায় সারণি বা Periodic Tableসূত্র: sciencenotes.org
পর্যায় সারণির জনক ডিমিট্রি মেন্ডেলিফ

রসায়ন

তরল ধাতু: Fr, Ga, Hg, Cs

মৃৎক্ষার ধাতু: Be, Mg, Ca, Sr, Ba, Ra

সবচেয়ে বিষাক্ত মৌল: Pu

উপধাতু: Ge, Bi, Si, As, Sb, Te, B

মুদ্রা ধাতু: Cu, Ag, Au

নিকৃষ্ট ধাতু: Fe, Co, Zn

ক্ষার ধাতু: Na, Ka, Rb, Cs, Fr

হ্যালোজেন: F, Cl, Br, I

নরম ধাতু: Pb, Na, K, Ca

অধাতু: C, N, O, F, P, S, Cl, Br, I, At, Ts.

নিষ্ক্রিয় গ্যাস: He, Ne, Ar, Kr, Xe, Rn, Og.

ল্যান্থানাইড সিরিজের মৌল: ১৫টি

অ্যাকটিনাইড সিরিজের মৌল: ১৫টি

ট্রান্স–ইউরেনিয়াম মৌল: IIIB গ্রুপে অবস্থিত

Zn, Sc অবস্থান্তর ধাতু নয়

প্রতিরূপী মৌলের সংখ্যা: ৩৮টি

পর্যায় সারণিকে বলা হয় রসায়নের মানচিত্র

প্রতিটি পর্যায় ক্ষার ধাতু দিয়ে শুরু ও নিষ্ক্রিয় গ্যাস দিয়ে শেষ।

আরও পড়ুন