নবম শ্রেণি - বাংলা ১ম পত্র | কাকতাড়ুয়া : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

নবম শ্রেণির পড়াশোনা

কাকতাড়ুয়া

১. উপন্যাসের উৎস কী?

ক. যুদ্ধকাহিনী খ. রূপকথা

গ. মানুষের জীবন ঘ. নগর জীবন

২. আধুনিক উপন্যাসের সূত্রপাত কোথায় হয়েছিল?

ক. ইউরোপে খ. আফ্রিকায়

গ. দক্ষিণ এশিয়ায় ঘ. আমেরিকায়

৩. ‘অ্যাসপেক্টস অব দ্য নভেল’ গ্রন্থটি কার লেখা?

ক. ই এম ফস্টার খ. ই. এম. ফরস্টার

গ. জন রবার্ট ঘ. রবার্ট ফস্টার

৪. ‘In Search of Lost Time’— উপন্যাসটি কার লেখা?

ক. মার্সেল প্রুস্তের

খ. ই এম ফস্টারের

গ. লেভ তলস্তয়ের

ঘ. রবার্ট লুই স্টিভেনসনের

৫. গল্প ও সংলাপের মাধ্যমে উপন্যাস বর্ণনা করাকে কী বলে?

ক. অ্যারেটিভ খ. ন্যারেটিভ

গ. অপটেটিভ ঘ. অ্যাবোস্ট্রাট

আরও পড়ুন

৬. উপন্যাস অপেক্ষাকৃত কোন কালের সৃষ্টি?

ক. প্রাচীন খ. মধ্যযুগের

গ. আধুনিক ঘ. উত্তর আধুনিক

৭. সাধারণভাবে উপন্যাস গড়ে ওঠার উপাদান কয়টি?

ক. ৪টি খ. ৫টি

গ. ৬টি ঘ. ৭টি

৮. ‘ফুলমনি ও করুণার বিবরণ’ কার লেখা?

ক. মার্সেল প্রুস্ত খ. ই এম ফস্টার

গ. লেভ তলস্তয় ঘ. ক্যাথেরিন মুলেন্স

৯. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

ক. গোরা

খ. আলালের ঘরের দুলাল

গ. দুর্গেশনন্দিনী

ঘ. পথের পাঁচালী

১০. আধুনিক বাংলা উপন্যাসের স্রষ্টা কে?

ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

খ. ক্যাথারিন মুলেন্স

গ. প্যারীচাঁদ মিত্র

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তর

কাকতাড়ুয়া: ১.গ ২.ক ৩.খ ৪.ক ৫.খ ৬.গ ৭.গ ৮.ঘ ৯.গ ১০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন