ষষ্ঠ শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৩ - সুখী মানুষ’ নাটক

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১. বিবৃতিবাচক বাক্য:

ক. তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব।

খ. তোমার মোড়ল একটা কঠিন লোক।

গ. মানুষ এবং প্রাণী অমর নয়।

ঘ. সুখী মানুষ নেই, সুখী মানুষের জামাও নেই।

ঙ. আমি একজন সুখী মানুষ।

২. প্রশ্নবাচক বাক্য:

ক. তাই বলে মোড়লের ব্যারাম ভালো হবে না কেন?

খ. ও কবিরাজ, নাড়ি কী বলছে?

গ. বাঘের চোখ আনতে হবে?

ঘ. হিমালয় পাহাড় তুলে আনব?

ঙ. সুখ কোথায় পাব?

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা