পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১ : বর্ণনামূলক প্রশ্ন (৫-৭)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৫. প্রশ্ন: তোমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছে। তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল। কেন?

উত্তর: আমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছিল বলে বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল। কারণ, বেঁচে থাকার জন্য উদ্ভিদের দরকার মাটি, পানি, বায়ু ও সূর্যের আলো। গাছটি মারা যাওয়ার মতো অবস্থা হওয়ার কারণ হলো ঘরের ভেতরে রাখায় গাছটি বেঁচে থাকার জন্য সূর্যের আলো পাচ্ছিল না। এ ছাড়া গাছটি পর্যাপ্ত বায়ুও পাচ্ছিল না। তাই বন্ধুরা বলল, জানালার পাশে রাখলে গাছটি সূর্যের আলো পাবে, খাদ্যও তৈরি করতে পারবে। ফলে গাছটির বৃদ্ধি স্বাভাবিক হবে এবং সতেজ থাকবে।

৬. প্রশ্ন: উদ্ভিদ ও প্রাণী কীভাবে একে অন্যের ওপর নির্ভরশীল?

উত্তর: উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে, পুষ্টি উপাদানের জন্যও উদ্ভিদ প্রাণীর ওপর নির্ভরশীল।

অন্যদিকে উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, শাখা ও ফলমূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল, মানুষও তার বাসস্থান ও আসবাব তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে। কাজেই বলা যায়, উদ্ভিদ ও প্রাণী একে অন্যের ওপর নির্ভরশীল।

৭. প্রশ্ন: খাদ্যজাল ও খাদ্যশৃঙ্খলের মধ্যে পার্থক্য কী?

উত্তর: খাদ্যজাল ও খাদ্যশৃঙ্খলের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো—

খাদ্যশৃঙ্খল

১. বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্যশৃঙ্খল।

২. খাদ্যশৃঙ্খলে দুই বা ততোধিক প্রজাতির খাদক থাকে।

৩. খাদ্যশৃঙ্খলের উত্পাদক থেকে শুরু করে খাদকের মধ্যে একটি আন্তসম্পর্ক গড়ে ওঠে।

৪. একটি পরিবেশে একটি খাদ্যশৃঙ্খল থাকে।

৫. সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্যশৃঙ্খলের শুরু।

খাদ্যজাল

১. একাধিক খাদ্যশৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল তৈরি করে।

২. খাদ্যজালে দুই বা ততোধিক খাদ্যশৃঙ্খল থাকে।

৩. খাদ্যজালে একাধিক খাদ্যশৃঙ্খলের সদস্যদের মধ্যে আন্তসম্পর্ক গড়ে ওঠে।

৪. একটি খাদ্যজালে একাধিক খাদ্যশৃঙ্খল থাকে।

৫. বাস্তুসংস্থানের সব উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্যশৃঙ্খলের অন্তর্ভুক্ত।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা