অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজের ভিজিটিং ফেলোশিপ

আবেদনের শেষ তারিখ ৯ জানুয়ারি ২০২৪

কোলাজ: পড়াশোনা ডেস্কছবি: অক্সফোর্ড বিশ্ববিদ্যলয়ের ওয়েবসাইট থেকে

অক্সফোর্ড সেটার ফর ইসলামিক স্টাডিজ আগামী অক্টোবর ২০২৪ শিক্ষাবর্ষে দুটি ভিজিটিং ফেলোশিপ প্রদানের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। 

ফেলোশিপ দুটি হবে ইসলাম অধ্যয়ন ও মুসলিম বিশ্বের যেকোনো বিষয়ে গবেষণার ওপর, বিশেষ করে নৃতত্ত্ব, অর্থনীতি, ভূগোল, ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক, আইন, সাহিত্য, দর্শণ, রাজনীতি, ধর্ম, সোশিওলজি, বিজ্ঞান ও সমাজের ওপর। ফেলোশিপের জন্য আবেদনকারীদের যথাযথ শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হবে। পোস্ট ডক্টরাল লেভেলের স্কলাররাও আবেদন করতে পারবেন।

যেসব সুবিধা পাওয়া যাবে

  • ভিজিটিং ফেলোশিপের স্টাইপেন্ড হবে ৫০০০ পাউন্ড। 

  • এ ছাড়া ওয়ার্কিং স্পেস বা অফিস, কমনরুম মেম্বারশিপ, কেন্দ্রের ডাইনিং ও আবাসন সুবিধার জন্য সহযোগিতা করা হবে।

আরও পড়ুন

যারা আবেদন করতে পারবেন

সাধারণত দক্ষ শিক্ষাবিদ (Established Academics)-দের জন্য এই ফেলোশিপ হলেও পোস্টডক্টরাল স্কলাররাও আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া

  • স্ক্রীনিং, শর্টলিস্টিং এবং চূড়ান্ত ফলাফলের মাধ্যমে সমস্ত যোগ্য আবেদনকারীকে কেন্দ্রের ভিজিটিং ফেলোশিপ নির্বাচন কমিটি বাছাই করে থাকে।

  • ফেলোশিপ প্রাপ্তির ফলাফল সাধারণত মার্চের প্রথম দিকে জানানো হয়।

  • আবেদনের শেষ তারিখ: ৯ জানুয়ারি ২০২৪

যেসব কাগপত্র লাগবে

  • যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র (অনলাইনে আবেদন করতে হবে এই ঠিকানায়)

  • প্রস্তাবিত গবেষনার ব্যপারে বিস্তারিত লেখা (সর্বোচ্চ ১০০০ শব্দের মধ্যে)

  • পাবলিকেশন থাকলে তার নমুনা (সর্বোচ্চ ২টি)

  • সিভি

  • রিকমেন্ডেশন লেটার

আরও পড়ুন

ভিজিটিং ফেলো নির্বাচনের মানদণ্ড

  • আবেদনকারীর প্রকাশনার মান সহ একাডেমিক শ্রেষ্ঠত্বের প্রমাণ

  • কেন্দ্রের সামগ্রিক লক্ষ্য এবং গবেষণা অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রের সাথে আবেদনকারীর প্রস্তাবিত গবেষণার প্রাসঙ্গিকতা

  • অন্যান্য কেন্দ্রের ফেলো এবং/অথবা ভিজিটিং ফেলোদের সাথে অবদান রাখার এবং উপকৃত হওয়ার সম্ভাবনা

শর্টলিস্টিং পর্যায়ে আবেদনকারীদের সাথে যোগাযোগ করা হতে পারে।

প্রয়োজনে যোগাযোগ

আবেদনের জন্য ওয়েবসাইট: oxcis.ac.uk/form/visiting-fellowships-for-2024-25

সেন্টার ও অন্যান্য একাডেমিক সুবিধার তথ৵ জানতে ওয়েবসাইট: oxcis.ac.uk

আরও পড়ুন