নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ১৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-১৭)

নবম শ্রেণির পড়াশোনা

পরিচ্ছদ ১৪

১১. ‘কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ’—এখানে ধনাত্মক দ্বিরুক্তিটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?

ক. বিশেষ্য খ. বিশেষণ

গ. ক্রিয়া ঘ. ক্রিয়া বিশেষণ

১২. শব্দদ্বিত্ব অর্থ কী?

ক. দুইবার উক্ত খ. দুইবার ব্যাপ্ত

গ. অনুক্ত শব্দ ঘ. জোড়া শব্দ

১৩. ‘পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির’—এ বাক্যে ‘মিটির মিটির’ কোন পদ?

ক. বিশেষ্য খ. বিশেষণ

গ. অব্যয় ঘ. সর্বনাম

১৪. ‘মোটামুটি’ কোন জাতীয় শব্দদ্বিত্ব?

ক. অনুকার খ. ধনাত্মক

গ. ঋণাত্মক ঘ. পদাকার

১৫. ‘তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল।’—এখানে ‘হায় হায়’ অব্যয়ের শব্দদ্বিত্বতে কী বোঝানো হয়েছে?

ক. ভাবের গভীরতা খ. অনুভূতি

গ. আধিক্য ঘ. সামান্যতা

আরও পড়ুন

১৬. ‘আমি আজ জ্বর জ্বর বোধ করছি’—এখানে শব্দদ্বিত্ব দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. সামান্য খ. আধিক্য

গ. আতিশয্য ঘ. ধারাবাহিকতা

১৭. ‘থেকে থেকে শিশুটি কাঁদছে।’—এখানে ‘থেকে থেকে’ শব্দদ্বিত্বটি কী অর্থ প্রকাশ করেছে?

ক. সতর্কতা খ. ভাবের প্রগাঢ়তা

গ. কালের বিস্তার ঘ. আধিক্য

সঠিক উত্তর

পরিচ্ছদ ১৪: ১১.গ ১২.ক ১৩.খ ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন