প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ - প্রাথমিক বিজ্ঞান (১২)

প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পুরো পাঠ্যবই থেকে ১৫ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। এবং দুটি রচনামূলক প্রশ্ন থাকবে যার নম্বর ৫ করে ১০ প্রাথমিক বিজ্ঞানে মোট ২৫ নম্বর

সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দাও

১. কোনটি নিচের সঠিক?

ক. বিজ্ঞান ও প্রযুক্তি একই বিষয়

খ. বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে কোনো সম্পর্ক নেই

গ. বিজ্ঞান ও প্রযুক্তি মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে

ঘ. প্রযুক্তির জন্য বিজ্ঞানের কোনো প্রয়োজন নেই

২. শিল্পবিপ্লব কখন হয়েছিল?

ক. ১৭ শতক খ. ১৮ শতক

গ. ১৯ শতক ঘ. ২০ শতক

৩. কোনটি রাসায়নিক প্রযুক্তি?

ক. সার

খ. ট্রাক্টর

গ. উচ্চ ফলনশীল উদ্ভিদ

ঘ. সেচপাম্প

৪. নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া?

ক. অধ্যয়ন খ. অনুশীলন

গ. লেখা ঘ. পর্যবেক্ষণ

৫. বায়ুর তাপমাত্রা বলতে কী বোঝায়?

ক. বায়ু কতটা গরম বা ঠান্ডা

খ. বায়ুতে জলীয় বাষ্প কম না বেশি

গ. বায়ু হালকা বা ভারী

ঘ. সূর্যের আলো বেশি না কম

৬. বায়ুর চাপ অত্যধিক কমে গেলে কী ঘটে?

ক. ঝড় খ. বৃষ্টি

গ. কুয়াশা ঘ. শৈত্যপ্রবাহ

৭. বাংলাদেশে প্রতিবছর কোনটি দেখা যায়?

ক. বন্যা খ. ভূমিকম্প

গ. তাপদাহ ঘ. তুষারপাত

৮. আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য কিসের?

ক. সময় খ. স্থান

গ. দিক ঘ. শক্তি

সঠিক উত্তর

১.গ ২.খ ৩.ক ৪.ঘ ৫.ক ৬.ক ৭.গ ৮.ক

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা