সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৫ - লেখা নিয়ে মতামত ও তথ্যমূলক লেখা

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

লেখা নিয়ে মতামত:

‘জগদীশচন্দ্র বসু’ রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে, তা নোট করে রাখো এবং বিভিন্ন উৎস থেকে তার সমাধান বের করার চেষ্টা করো। প্রয়োজনে বিষয় শিক্ষকের সহায়তা নাও।

তথ্যমূলক লেখা:

যেসব লেখায় বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়, সেগুলোকে তথ্যমূলক লেখা বলে। এ ধরনের লেখার জন্য তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয়। বইপত্র পড়ে, অনলাইনের মাধ্যমে কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তথ্য পাওয়া যেতে পারে। তথ্য উপস্থাপনের সময়ে জানা তথ্যও নির্ভরযোগ্য সূত্র থেকে মিলিয়ে নিতে হয়।

আরও পড়ুন

তথ্যমূলক রচনাকে আকর্ষণীয় করার জন্য নিচের বিষয়গুলো বিবেচনায় রাখা দরকার।

ক. এ ধরনের লেখায় বিষয় অনুযায়ী একটি শিরোনাম থাকে।

খ. কোন তথ্যের পরে কোন তথ্য পরিবেশন করা হবে, তার একটি ধারাবাহিকতা রাখতে হয়।

গ. তথ্যমূলক লেখার মধ্যে ছবি, ছক, সারণি ইত্যাদি ব্যবহার করা যায়।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন