নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য: সিলেট শিক্ষা বোর্ড

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের অধীনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য নিচের নির্দেশাবলি মেনে অনলাইনে রেজিস্ট্রেশন শেষ করতে বলা হয়েছে।

প্রতিষ্ঠানপ্রধানদের প্রতি নির্দেশাবলি

  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের ওয়েবসাইটে e-SIF লিংকে Login করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন করতে হবে।

  • রেজিস্ট্রেশনের জন্য গত বছরের এসএসসি ফরম পূরণের জন্য প্রযোজ্য login password ব্যবহার করতে হবে।

  • শিক্ষার্থীদের ছবি Upload করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে একজনের ছবির পরিবর্তে অন্যজনের ছবি আপলোড না হয়।

  • নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ব্যতীত অন্য কোনো শিক্ষার্থীকে কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশনভুক্ত করা যাবে না।

  • রেজিস্ট্রেশন–সংক্রান্ত ফির টাকা সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ‘সোনালী সেবা’র মাধ্যমে জমা দিতে হবে।

  • যেহেতু বিলম্ব ফি দিয়ে অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগ নেই, তাই নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

  • e-SIF মূল প্রিন্ট কপি (হার্ড কপি) প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে, বোর্ডে জমা দিতে হবে না।

আরও পড়ুন

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

অনলাইনে রেজিস্টেশনের শেষ তারিখ: ৪ অক্টোবর ২০২৩

ব্যাংকে টাকা জমাদানের তারিখ: ৫ অক্টোবর ২০২৩

নিশ্চায়নের শেষ তারিখ: ৯ অক্টোবর ২০২৩

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: sylhetboard.gov.bd

আরও পড়ুন

রেজিস্ট্রেশন সংক্রান্ত ফি সমূহ

  • রেজিস্ট্রেশন ফি (শিক্ষার্থী প্রতি): ৬৫ টাকা

  • ক্রীড়া ফি (শিক্ষার্থী প্রতি): ৫০ টাকা

  • রেড ক্রিসেন্ট ফি (শিক্ষার্থী প্রতি): ১৬ টাকা

  • অন্ধকল্যান ফি (শিক্ষার্থী প্রতি): ৫ টাকা

  • বয় স্কাউট/গার্লস গাইড ফি: ১৫ টাকা

  • বিজ্ঞান ও প্রযুক্তি ফি (শিক্ষার্থী প্রতি): ৫ টাকা

  • বিএনসিসি ফি (শিক্ষার্থী প্রতি): ৫ টাকা

  • উন্নয়ন ফি (শিক্ষার্থী প্রতি): ৫০ টাকা

  • জাতীয় স্কুল ক্রীড়া এ্য়াফিলিয়েশন ফি (প্রতিষ্ঠান প্রতি): ৩০০ টাকা

  • স্কাউট ফি প্রতিষ্ঠান প্রতি (শুধু এক বছরের জন্য): ৫০০ টাকা

**শিক্ষার্থী প্রতি সর্বমোট: ২১১ টাকা

আরও পড়ুন