অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করো
স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রার শব্দ তৈরি করাই শব্দদূষণ। শব্দদূষণ একটি ভয়াবহ সমস্যা। বায়ুদূষণ, পানিদূষণের মতো শব্দদূষণও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দিন দিন শব্দদূষণের মাত্রা বেড়েই চলেছে। রাস্তাঘাট, বাজারসহ সব জায়গায় অনবরত শব্দদূষণ ঘটছে। বিশেষ করে রাস্তাঘাটে যানবাহনের হর্ন মারাত্মকভাবে শব্দদূষণ ঘটাচ্ছে। এমনকি আইন ভঙ্গ করে হাসপাতাল, বিদ্যালয় এসব প্রতিষ্ঠানের সামনেও অনেক চালকই উচ্চ শব্দে হর্ন বাজান। সবচেয়ে বড় কথা, তারা শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানেন না। তাই শব্দদূষণের বিষয়ে সবাইকে সচেতন করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে।
উত্তর
ক. শব্দদূষণ কী?
খ. প্রতিদিন আমরা কীভাবে শব্দদূষণ করে চলেছি?
গ. কোথায় অনবরত শব্দদূষণ ঘটে?
ঘ. শব্দদূষণ মানুষের স্বাস্থে৵র জন্য ক্ষতিকর কেন?
ঙ. শব্দদূষণের ব্যাপারে সবাইকে কী করতে হবে?
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
◀ অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করা (৬)