বিভিন্ন ধরনের কোণ

প্রিয় শিক্ষার্থী আশা করি, সবাই ভালো আছ। আজ তোমাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের কোণের আকৃতি ও তাদের বিবরণ।

৩. সমকোণ

যদি একই রেখার ওপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, তবে কোণ দুটির প্রতিটিকে সমকোণ বলে। সমকোণের বাহু দুটি পরস্পরের ওপর লম্ব।

চিত্রে BD রেখার A বিন্দুতে ∠BAC ও ∠CAD দুটি কোণ উত্পন্ন হয়েছে। A বিন্দু কোণ দুটির শীর্ষবিন্দু। কোণ দুটি AC–এর দুই পাশে অবস্থিত। ∠BAC এবং ∠CAD পরস্পর সমান। ∠BAC এবং ∠CAD প্রতিটি কোণ সমকোণ।

৪. পূরক কোণ

দুটি কোণের পরিমাপের যোগফল ৯০° হলে কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ বলে।

চিত্রে ∠AOB একটি সমকোণ। OC রশ্মি কোণটির বাহুদ্বয়ের মধ্যে অবস্থিত। এর ফলে ∠AOC এবং ∠COB এই দুটি কোণ উত্পন্ন হয়েছে। কোণ দুটির পরিমাপের যোগফল ∠AOB–এর পরিমাপের সমান অর্থাৎ ৯০°। ∠AOC এবং ∠COB কোণ দুটি একটি অপরটির পূরক কোণ।

রণজিৎ কুমার শীল, সিনিয়র শিক্ষক, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা