তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৪১. নিচের কোনটি স্বল্প দূরত্বে নেটওয়ার্কের ক্ষেত্রে ডেটা স্থানান্তরে ব্যবহৃত হয়?

ক. কো-এক্সিয়াল কেব্​ল

খ. টুইস্টেড পেয়ার কেব্​ল

গ. অপটিক্যাল ফাইবার কেব্​ল

ঘ. স্যাটেলাইট

৪২. টুইস্টেড পেয়ার কেব্​লে মোট কয় জোড়া তার থাকে?

ক. ২ জোড়া খ. ৩ জোড়া

গ. ৪ জোড়া ঘ. ৫ জোড়া

৪৩. টুইস্টেড পেয়ার কেব্​লের বৈশিষ্ট্য—

i. শুধু ডিজিটাল ডেটা ট্রান্সমিট করা যায়

ii. অ্যানালগ ও ডিজিটাল ডেটা ট্রান্সমিট করা যায়

iii. কম দূরত্বে ডেটা পাঠানোর জন্য উপযোগী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৪. টুইস্টেড পেয়ার কেব্​লে প্রতি জোড়া তারে কোন রঙের তার প্যাঁচানো থাকে?

ক. সবুজ খ. নীল

গ. কমলা ঘ. সাদা

৪৫. কোন কেব্​লে ১০০ মিটারের বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা যায় না?

ক. টুইস্টেড পেয়ার কেব্​লে

খ. থিননেট কেব্​লে

গ. থিকনেট কেব্​লে

ঘ. অপটিক্যাল ফাইবার কেব্​লে

৪৬. কো-এক্সিয়াল কেব্​লের কেন্দ্রে নিচের কোনটি থাকে?

ক. অ্যালুমিনিয়াম ওয়্যার

খ. সলিড কপার ওয়্যার

গ. জ্যাকেট

ঘ. প্লাস্টিক ইনসুলেটর

৪৭. কো-এক্সিয়াল কেব্​ল কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

৪৮. অপটিক্যাল ফাইবার তৈরিতে ব্যবহৃত হয়—

i. তামা

ii. প্লাস্টিক

iii. কাচ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৯. নিচের কোন কেব্​ল 10BASE-5 নামে পরিচিত?

ক. টুইস্টেড পেয়ার কেব্​ল

খ. থিননেট কেব্​ল

গ. থিকনেট কেব্​ল

ঘ. অপটিক্যাল ফাইবার কেব্​ল

৫০. কোনটি থিননেটের বৈশিষ্ট্য?

ক. ভারী ও ননফ্লেক্সিবল

খ. হালকা ও ননফ্লেক্সিবল

গ. ভারী ও ফ্লেক্সিবল

ঘ. হালকা ও ফ্লেক্সিবল

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪১.খ ৪২.গ ৪৩.গ ৪৪.ঘ ৪৫.ক ৪৬.খ ৪৭.ক ৪৮.গ ৪৯.গ ৫০.ঘ

এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা