অধ্যায় ১
২১. তথ্যপ্রযুক্তি ব্যবহারের ফলে—
i. কর্মীকে দক্ষ করে গড়ে তোলা সম্ভব
ii. স্বল্প কর্মী নিয়ে বেশি কাজ করানো যায়
iii. নির্দিষ্ট সময় ছাড়া নগদ অর্থ তোলা
যায় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. বিভিন্ন কলকারখানায় বিপজ্জনক কাজে মানুষের বিকল্প কী?
ক. যন্ত্র খ. রোবট
গ. এটিএম ঘ. রোলার
২৩. ঝুঁকিপূর্ণ কাজে কোনটির ব্যবহার সুবিধাজনক?
ক. কম্পিউটার খ. রোবট
গ. মডেম ঘ. ক্যালকুলেটর
২৪. কারখানায় বিপজ্জনক কাজে প্রয়োজন হয়–
i. মুঠোফোন
ii. স্বয়ংক্রিয় মেশিন
iii. রোবট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. ব্যাংকের টাকা যেকোনো সময় কিসের মাধ্যমে তোলা যায়?
ক. এটিএমের মাধ্যমে
খ. একটি মেশিনের মাধ্যমে
গ. জিপিএসের মাধ্যমে
ঘ. কম্পিউটারের মাধ্যমে
২৬. সরকারি কোন কোন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রয়োগ রয়েছে?
ক. সরকারি সব কাজে
খ. সরকারি তথ্যাদি প্রকাশে
গ. চিঠি পাঠানোর কাজে
ঘ. পরীক্ষার ফলাফলে
২৭. বর্তমানে প্রতিষ্ঠানের কাজ ঘরে বসেই করছে, এ ধরনের প্রতিষ্ঠানকে কী প্রতিষ্ঠান বলে?
ক. ডিজিটাল খ. আউটসোর্সিং
গ. ইন্টারনেট ঘ. ভার্চ্যুয়াল
সঠিক উত্তর
অধ্যায় ১: ২১.ক ২২.খ ২৩.খ ২৪.গ ২৫.ক ২৬.ক ২৭.ঘ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা