মূল কথাটি সুনির্দিষ্ট করে লিখবে | এইচএসসি ২০২২

বিশেষ পরামর্শ

মুহাম্মদ আলী

প্রিয় পরীক্ষার্থী, ব্যবসায় শিক্ষা শাখার প্রধান বিষয় হলো হিসাববিজ্ঞান ১ম পত্র। এ বছরও কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। 

রচনামূলক প্রশ্নে মোট ১১টি প্রশ্ন থাকবে। যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। নৈর্ব্যক্তিকে মোট ৩০টি প্রশ্ন থাকবে, এর মধ্য ১৫টির উত্তর
দিতে হবে।

এ বছর তোমাদের আর্থিক বিবরণী যেহেতু বাধ্যতামূলক নয়, তাই এই অধ্যায়টি গুরুত্ব কম দিলেও হবে। আর্থিক বিবরণী অধ্যায় ছাড়া অন্য অধ্যায়গুলো বেশি গুরুত্ব দেবে।

হিসাববিজ্ঞান ১ম পত্রের ক্ষেত্রে নিচের বিষয়গুলো অবশ্যই মনে রাখবে:

  • বিশেষ করে লেনদেনের প্রভাব, ঘটনাসমূহ থেকে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা, দুতরফা দাখিলা পদ্ধতিতে ডেবিট–ক্রেডিট নির্ণয়,  নগদপ্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা, দুইঘরা, তিনঘরা নগদান বই; রেওয়ামিলের কোন কোন দফা হিসাবভুক্ত হবে না, মুনাফাজাতীয় আয় ও মুনাফাজাতীয় ব্যয় নির্ণয়, স্থির কিস্তি বা সরল রৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করে প্রয়োজনীয় জাবেদা এবং  অবচয় হিসাব, মেশিন হিসাব ও অবচয় সঞ্চিতি হিসাব নির্ণয়।

  • নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এবং ব্যাংক অনুযায়ী নগদান বইয়ের উদ্বৃত্ত নির্ণয়ের ওপর অবশ্যই জোর দেবে।

  • দুতরফা দাখিলা, হিসাবচক্র, রেওয়ামিলের বৈশিষ্ট৵, সমাপনী দাখিলা, স্থায়ী সম্পদের ধারণা, আর্থিক বিবরণী, কারবারি বাট্টা ও নগদ বাট্টার ওপর সঠিক ধারণা রাখবে। প্রয়োজনে ছক এঁকে সুন্দর করে প্রশ্নের উত্তর লিখবে।

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা