দশম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

১১. পৃথিবীতে প্রাণী প্রজাতির সংখ্যা কত?

ক. ১০ লক্ষের বেশি

খ. ১৫ লক্ষের বেশি

গ. ২০ লক্ষের বেশি

ঘ. ২৫ লক্ষের বেশি

১২. পৃথিবীতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?

ক. ১ লক্ষ গ. ২ লক্ষ

গ. ৪ লক্ষ ঘ. ৫ লক্ষ

১৩. তিমির ফ্লিপার ব্যবহৃত হয় কিসের জন্য?

ক. ওড়ার জন্য খ. সাঁতারের জন্য

গ. খাওয়ার জন্য ঘ. শ্বাস নেওয়ার জন্য

১৪. সংযোগকারী জীব কোনটি?

ক. মানুষ খ. ব্যাঙ

গ. প্লাটিপাস ঘ. রাজকাঁকড়া

১৫. জীবন্ত জীবাশ্ম কোনটি?

ক. ব্যাঙ খ. আর্কিওপটেরিক্স

গ. স্ফোনোডন ঘ. মানুষ

১৬. জৈব বিবর্তনের জনক কে?

ক. অ্যারিস্টটল খ. জেনোফন

গ. ডারউইন ঘ. ল্যামার্ক

১৭. ডারউইনের মতে, ১ জোড়া হাতি থেকে ৭৫০ বছরে কত হাতি জন্মাবে?

ক. ১ কোটি খ. ১ কোটি ৩০ লক্ষ

গ. ১ কোটি ৭০ লক্ষ ঘ. ১ কোটি ৯০ লক্ষ

১৮. জীবকে কয়টি পর্যায়ে সংগ্রাম করতে হয়?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৪টি

১৯. অটোজোম কয়টি?

ক. ২২টি খ. ২৩টি

গ. ৪৪টি ঘ. ৪৬টি

২০. প্রোটোভাইরাস সৃষ্টির আগে বায়ুমণ্ডলে ছিল—

i. অক্সিজেন

ii. হাইড্রোজেন

iii. নাইট্রোজেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১.ক ১২.গ ১৩.খ ১৪.গ ১৫.গ ১৬.গ ১৭.ঘ ১৮.গ ১৯.গ ২০.গ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)