অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

২১. স্প্রেডশিট কাকে বলে?

ক. ওয়ার্ক এরিয়াকে

খ. ওয়ার্ককে

গ. কলামকে

ঘ. ওয়ার্কবুককে

২২. স্ট্যাটাস বার ওয়ার্কশিটের কোথায় অবস্থান করে?

ক. ওপরের দিকে খ. মাঝের দিকে

গ. নিচের দিকে ঘ. শেষের দিকে

২৩. স্প্রেডশিটে সেল বলতে কী বোঝায়?

ক. হিসাব রাখার ছক

খ. ওয়ার্কশিটের ছোট ছোট ঘর

গ. সারি

ঘ. কলাম

২৪. ওয়ার্কশিটের মধ্যে আসা-যাওয়া করার জন্য কী ব্যবহার করা যায়?

ক. ট্যাব খ. ওয়ার্ড

গ. শিট ট্যাব ঘ. বার

২৫. বর্তমান যুগকে কী বলা হয়?

ক. তথ্য ও যোগাযোগপ্রযুক্তির যুগ

খ. তথ্য যুগ

গ. যোগাযোগপ্রযুক্তির যুগ

ঘ. কম্পিউটারের যুগ

২৬. তথ্য ও যোগাযোগপ্রযুক্তির যুগে গুরুত্বপূর্ণ কাজ কী?

ক. তথ্যবিন্যাস খ. তথ্য বাড়ানো

গ. তথ্য সাজানো ঘ. তথ্য প্রক্রিয়াকরণ

২৭. বিশ্লেষণমূলক কাজ কোন প্রোগ্রামে করা যায়?

ক. ওয়ার্ড খ. স্প্রেডশিট

গ. ডেটাবেইস ঘ. নেটওয়ার্ক

২৮. স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে—

i. হিসাবের কাজ দ্রুত করা যায়

ii. স্বয়ংক্রিয়ভাবে হিসাবের কাজ করা যায়

iii. বিশ্লেষণ করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৯. স্প্রেডশিট কী?

ক. কম্পিউটার গ্রাফিকস

খ. অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম

গ. ছোট ছোট ঘরের হিসাব

ঘ. একধরনের প্রোগ্রাম

৩০. স্প্রেডশিট কেন ব্যবহার করা হয়?

ক. বিজ্ঞপ্তি দেওয়ার জন্য

খ. আর্থিক হিসাব সংরক্ষণের জন্য

গ. লেখার জন্য

ঘ. ছবি আঁকার জন্য

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১.ঘ ২২.গ ২৩.খ ২৪.গ ২৫.ক ২৬.ঘ ২৭.খ ২৮.ঘ ২৯.খ ৩০.খ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)