৭ই মার্চ, ছয় দফা ও ঐতিহাসিক আগরতলা মামলা-পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, অধ্যায় ২

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

২১. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে কোন সংস্থা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে?

ক. UNHCR খ. UNESCO

গ. UNICEF ঘ. UNFPA

২২. ছয় দফা দাবি কে উত্থাপন করেন?

ক. শেরেবাংলা এ কে ফজলুল হক

খ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২৩. ১৯৫৬ সালের সংবিধান কত দিন স্থায়ী হয়েছিল?

ক. তিন মাস খ. আট মাস

গ. এক বছর ঘ. দুই বছর

২৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ছয় দফা দাবি উত্থাপন করেন?

ক. ১৯৬২ সালে

খ. ১৯৬৪ সালে

গ. ১৯৬৬ সালে

ঘ. ১৯৬৮ সালে

২৫. কিসে বাঙালিদের বাঁচার দাবি নিহিত ছিল?

ক. ৫২’র ভাষা আন্দোলনে

খ. ৬৬’র ছয় দফায়

গ. ৬৯’র গণ–আন্দোলনে

ঘ. ৭১’র মুক্তিসংগ্রামে

২৬. ছাত্র সংগ্রাম পরিষদ কত দফা কর্মসূচি পেশ করে?

ক. ৬ দফা খ. ১১ দফা

গ. ১৪ দফা ঘ. ২১ দফা

২৭. ঐতিহাসিক আগরতলা মামলার ‘মূল আসামি’ করা হয় কাকে?

ক. আতাউর রহমান খান

খ. তাজউদ্দীন আহমদ

গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ঘ. সার্জেন্ট জহুরুল হক

২৮. কোন ঘটনার মাধ্যমে ঐতিহাসিক আগরতলা মামলার সব আসামি মুক্তি পান?

ক. ১৯৬৬–এর ছয় দফা

খ. ১৯৬৯–এর গণ–অভ্যুত্থান

গ. ১৯৭০ সালের নির্বাচন

ঘ. ১৯৭১–এর মুক্তিযুদ্ধ

২৯. মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন?

ক. আইয়ুব খান

খ. মোনায়েম খান

গ. জুলফিকার আলী ভুট্টো

ঘ. ইয়াহিয়া খান

৩০. আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের কয়টি স্তর ছিল?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.খ ২২.ঘ ২৩.ঘ ২৪.গ ২৫.খ ২৬.খ ২৭.গ ২৮.খ ২৯.ক ৩০.ঘ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা