অধ্যায় ৭
৪১. বাংলাদেশের আইনসভায় প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যসংখ্যা কত?
ক. ২৫০ জন খ. ৩০০ জন
গ. ৩২৫ জন ঘ. ৩৫০ জন
৪২. বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কতটি?
ক. ৫০টি খ. ৫৫টি
গ. ৬০টি ঘ. ৬৫টি
৪৩. সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় সব ক্ষমতার মালিক কে?
ক. রাষ্ট্রপতি খ. অর্থমন্ত্রী
গ. প্রধানমন্ত্রী ঘ. জনগণ
৪৪. বাংলাদেশের নাগরিকদের ভোটাধিকার প্রদানের সর্বনিম্ন বয়স কত?
ক. ১৬ বছর খ. ১৮ বছর
গ. ২০ বছর ঘ. ২৫ বছর
৪৫. রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. রাজনৈতিক খ. সাংস্কৃতিক
গ. পারিবারিক ঘ. সামাজিক
৪৬. ‘নিয়মতান্ত্রিক রাজতন্ত্র’ কী?
ক. যেখানে মন্ত্রী সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন
খ. যেখানে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন
গ. যেখানে রাষ্ট্রপতি সুশীল সমাজের ভোটে নির্বাচিত হন
ঘ. যেখানে রাষ্ট্রপতি বিচারপতিদের ভোটে নির্বাচিত হন
৪৭. মানুষ মৌলিক অধিকারপ্রাপ্ত হয় কীভাবে?
ক. পরিশ্রমের মাধ্যমে
খ. জন্মগতভাবে
গ. বংশানুক্রমিকভাবে
ঘ. রাজনৈতিকভাবে
৪৮. সংবিধানে সমাজতন্ত্রকে মূলনীতি করার লক্ষ্য হলো—
i. সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা
ii. শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা
iii. ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি হলো—
i. রাষ্ট্রের সব কাজে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা
ii. নাগরিকদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা
iii. নাগরিকদের মর্যাদা প্রতিষ্ঠিত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫০. রাষ্ট্রের ‘মূল চালিকাশক্তি’ কী?
ক. জনগণ খ. সরকার
গ. সুশীল সমাজ ঘ. সংবাদপত্র
সঠিক উত্তর
অধ্যায় ৭: ৪১.খ ৪২.ক ৪৩.ঘ ৪৪.খ ৪৫.ক ৪৬.খ ৪৭.খ ৪৮.ঘ ৪৯.ঘ ৫০.খ
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা