দরিদ্র ও অসহায়দের জন্য এককালীন শিক্ষাবৃত্তি চট্টগ্রাম জেলা পরিষদের

আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি

চট্টগ্রাম জেলা পরিষদ ২০২২–২৩ অর্থবছরে দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করবে।

যাঁরা ২০২২ সালে এসএসসি/এইচএসসি/ডিগ্রি/অনার্স/সমমানের পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন, তাঁরা শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

শর্তাবলি

আবেদনকারীকে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা (চট্টগ্রাম সিটি করপোরেশন/পৌরসভা ব্যতীত) এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে।

ছাত্রছাত্রীকে ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/এইচএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম অতিরিক্ত বিষয় ব্যতীত জিপিএ–৫ এবং ডিগ্রি/অনার্স/সমমানের পরীক্ষায় ৪.০০–এর মধ্যে ন্যূনতম ৩.৫০ প্রাপ্ত হতে হবে।

২০২২ সালের আগে বা পরে যাঁরা উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের আবেদন বিবেচনা করা হবে না।

আবেদনপত্রের সঙ্গে যা লাগবে

আবেদনপত্রের সঙ্গে মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি, সম্প্রতি তোলা ১ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সুপারিশ ও প্রত্যয়নপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি এবং অভিভাবকের আয়ের উৎস ও বার্ষিক আয়ের প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। আবেদনপত্র নিজ হাতে পূরণ করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার তারিখ

আবেদনপত্র ২৮/০২/২০২৪ তারিখের মধ্যে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে জেলা পরিষদ চট্টগ্রাম-এর কার্যালয়ে পৌঁছাতে হবে, অর্থাৎ সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গৃহীত হবে না।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: zpchattogram.org