এইচএসসি পরীক্ষার জন্য আইসিটি অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক

এইচএসসি পরীক্ষা ২০২৩ : বিশেষ পরামর্শ

আইসিটি

এস কে এম মোজাম্মেল হক

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য শুভকামনা। আইসিটি বিষয়টি ৩ বিভাগের জন্যই গুরুত্বপূর্ণ। চলো আমরা আইসিটি বিষয়ে কিছু সহজে ভুল হয় এমন পয়েন্টগুলো জেনে নেই। তারপর আমরা অধ্যায়ভিত্তিক টপিকগুলো দেখব।

  • সৃজনশীল প্রশ্নের ক ও খ অংশের প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে হবে। এই অংশের প্রশ্নের উত্তর যত্নসহকারে লিখবে, কেননা পরীক্ষক এই অংশের উত্তর বেশি মনোযোগ সহকারে দেখেন।

  • সৃজনশীল প্রশ্নে উদ্দীপকের বিষয়বস্তু সঠিকভাবে নির্বাচন না করা বা বুঝতে না পারাটা একটা সমস্যা। যেমন প্রশ্নপত্রে প্রদত্ত উদ্দীপকটি হয়তো বায়োমেট্রিক্স–সম্পর্কিত, কিন্তু পরীক্ষার্থীরা সেটি হয়তো লিখেছে ভার্চ্যুয়াল রিয়েলিটি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। সৃজনশীল প্রশ্নের গ বা ঘ অংশের উত্তরে এ রকম ভুল করলে নম্বর প্রদান করা হয় না।

আরও পড়ুন

এবার যেসব অধ্যায়গুলো সিলেবাসে আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে নেব

∎ দ্বিতীয় অধ্যায়: কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিংয়ের টপোলজি–সম্পর্কিত প্রশ্নের উত্তর ঠিকমতো গুছিয়ে লিখতে হবে। যেমন স্টার টপোলজি বর্ণনা করতে বললে প্রথমে স্টার টপোলজির ভূমিকা, তারপর স্টার টপোলজির চিত্র ও শেষে স্টার টপোলজির সুবিধা ও অসুবিধাসমূহ পয়েন্ট আকারে গুছিয়ে লিখবে।

∎ তৃতীয় অধ্যায়: সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল সিস্টেম হতে আগত প্রশ্নের উত্তরে ধাপসমূহ প্রদর্শন করতে হবে। যেমন বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বললে রূপান্তরের প্রতিটি ধাপ প্রদর্শন করতে হবে। 

∎ পঞ্চম অধ্যায়: প্রোগ্রামিং ভাষা হতে আগত প্রশ্নের উত্তরে সি প্রোগ্রামিং ভাষায় কোড যথাযথভাবে লিখতে হবে। যেমন ইংরেজি ছোট ও বড় হাতের অক্ষর মিশ্র করে লেখা যাবে না, সেমিকোলন (;), কমা (,) ইত্যাদির ব্যবহার সঠিকভাবে করতে হবে ও কোডের সিনট্যাক্স অনুসরণ করতে হবে। কোডিংয়ের ক্ষেত্রে মৌলিক লজিক ঠিক রেখে সিনট্যাক্স অনুযায়ী লিখবে।

আরও পড়ুন