অধ্যায় ১
উদ্দীপকটি পড়ে ৮১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শিহাব ও রিয়াদ এমন দুটি বিষয়ে পড়াশোনা করে যার একটি সমগ্র সমাজের সার্বিক দিক আলোচনা করে অন্যটি মানুষের আচরণ, ব্যক্তিত্ব, প্রেষণা ইত্যাদি আলোচনা করে।
৮১. ওই বিষয় দুটি একে অপরকে সাহায্য করে—
i. সমাজস্থ মানুষকে নিয়ে আলোচনা করে
ii. শুধু মনস্তাত্ত্বিক দিক আলোচনা করে
iii. মানুষের সামাজিক ও মনস্তাত্ত্বিক দিক আলোচনা করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৮২ ও ৮৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে অনেক মনীষীর অবদান রয়েছে। যেমন প্লেটো, অ্যারিস্টটল, কার্ল মার্ক্স, হার্বার্ট স্পেনসার, ফ্রয়েড।
৮২. উদ্দীপকে উল্লিখিত মনীষীদের মধ্যে বিবর্তনবাদী কে?
ক. প্লেটো খ. ফ্রয়েড
গ. কার্ল মার্ক্স ঘ. হার্বার্ট স্পেনসার
৮৩. সমাজবিজ্ঞান উদ্ভব ও বিকাশে অর্থনীতিবিদ ও মনোবিজ্ঞানী হলেন—
i. অ্যারিস্টটল
ii. কার্ল মার্ক্স
iii. ফ্রয়েড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৮৪ ও ৮৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১৮৩৯ সালে ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁৎ একটি নতুন বিজ্ঞানের সূত্রপাত ঘটান, আগে যার নাম ছিল Social Physics ।
৮৪. অগাস্ট কোঁৎ প্রবর্তিত বিজ্ঞানটির নাম কী?
ক. সমাজবিজ্ঞান খ. পদার্থবিজ্ঞান
গ. সামাজিক বিজ্ঞান ঘ. সাধারণ বিজ্ঞান
৮৫. অগাস্ট কোঁৎ উক্ত বিজ্ঞানকে মনে করেন—
i. সামাজিক স্থিতিশীলতার বিজ্ঞান
ii. সামাজিক পরিবর্তনশীলতার বিজ্ঞান
iii. সামাজিক গতিশীলতার বিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৮৬ ও ৮৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সমাজের প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদান রয়েছে। তার মধ্যে ভৌগোলিক বা প্রাকৃতিক উপাদান একটি। একেক দেশে এ উপাদানের কারণে ঘরবাড়ি, পেশা, অর্থনীতি ভিন্ন ভিন্ন হয়।
৮৬. উদ্দীপকের উপাদানটি সামাজিক বিজ্ঞানের কোন শাখার বিষয়?
ক. সামাজিক তত্ত্ব
খ. পরিবেশ সমাজবিজ্ঞান
গ. গ্রামীণ সমাজবিজ্ঞান
ঘ. নগর সমাজবিজ্ঞান
৮৭. ওই শাখা কৃত্রিম ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব নিয়ে যা আলোচনা করে তা হচ্ছে—
i. সমাজজীবনের ওপর প্রভাব
ii. ব্যক্তিজীবনের ওপর প্রভাব
iii. প্রাকৃতিক পরিবেশের ওপর প্রভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৮৮ ও ৮৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কথা ও কলির পাঠ্যবিষয় যথাক্রমে বৃহত্তর সমাজ ও ক্ষুদ্রতম সমাজব্যবস্থা। এদের পাঠ্যবিষয়ের বিষয়বস্তুর মধ্যে অনেক মিল রয়েছে। এ জন্য তাদের পড়াশোনাও একে অন্যকে সহযোগিতা করতে পারে।
৮৮. উদ্দীপকের বিষয় দুটি কী কী?
ক. সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান
খ. সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞান
গ. মনোবিজ্ঞান ও নৃবিজ্ঞান
ঘ. নৃবিজ্ঞান ও সমাজকল্যাণ
৮৯. উভয় বিষয়ের মধ্যে যেসব সাদৃশ্যমূলক সম্পর্ক বিদ্যমান, তা হলো—
i. গবেষণার পদ্ধতির ক্ষেত্রে
ii. গবেষণার বিষয়বস্তুর ক্ষেত্রে
iii. সমাজসম্পর্কিত গবেষণার ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৯০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
Logos ও Socius শব্দের সমন্বয়ে সৃষ্ট বিষয়টির প্রতিষ্ঠাতা অগাস্ট কোঁৎ। এটা সমাজের সার্বিক দিক নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করে।
৯০. উদ্দীপকে কোন বিষয়ের কথা বলা হচ্ছে?
ক. সমাজবিজ্ঞান খ. সমাজচিন্তা
গ. সমাজকল্যাণ ঘ. নৃবিজ্ঞান
সঠিক উত্তর
অধ্যায় ১: ৮১.খ ৮২.ঘ ৮৩.গ ৮৪.ক ৮৫.খ ৮৬.খ ৮৭.ঘ ৮৮.ক ৮৯.ক ৯০.ক
শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা