ভূগোল ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

উদ্দীপকটি পড়ে ৭১ ও ৭২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রতন তার বন্ধুর কাছ থেকে জানতে পারল বিশ্বের জনসংখ্যা দিন দিন পরিবর্তন হচ্ছে। আর এই জনসংখ্যা পরিবর্তনের পেছনে নিয়ামক হিসেবে কাজ করছে জন্ম, মৃত্যু ও অভিবাসন।

৭১. জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধিতে ভূমিকা রাখছে কোনটি?

ক. উচ্চ জন্মহার খ. মৃত্যুহার

গ. বয়সকাঠামো ঘ. স্থূল মৃত্যুহার

৭২. উদ্দীপকের আলোকে জনসংখ্যা পরিবর্তনের প্রভাব দেখা যায়—

i. সামাজিক ক্ষেত্রে

ii. অর্থনৈতিক ক্ষেত্রে

iii.রাজনৈতিক ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৩. কোন সময়ে নারীদের মৃত্যুহার সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়?

ক. প্রজননকালে খ. শিশু বয়সে

গ. মধ্যবয়সে ঘ. কিশোর বয়সে

৭৪. কোনটি অভিগমনের বিকর্ষণমূলক কারণ?

ক. সামাজিক নিরাপত্তামূলক সুবিধা

খ. কর্মসংস্থানের সুবিধা

গ. আত্মীয়স্বজনের নৈকট্য লাভ

ঘ. অর্থনৈতিক মন্দা

৭৫. কোন ধরনের অঞ্চলে সাধারণত জন্মহার বেশি?

ক. শহর অঞ্চল খ. নগর অঞ্চল

গ. গ্রাম এলাকা ঘ. পাহাড় ও বনাঞ্চল

৭৬. বর্তমানে বিশ্বে অভিগমনের ক্ষেত্রে যে কারণ অধিক গ্রহণযোগ্য—

i. উচ্চশিক্ষা

ii. উন্নত জীবনযাপন

iii. উচ্চ মজুরি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৭. জনমিতিক ট্রানজিশনাল মডেলের প্রথম স্তরের বৈশিষ্ট্য কোনটি?

ক. উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার

খ. উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার

গ. নিম্ন জন্মহার ও নিম্ন মৃত্যুহার

ঘ. নিম্ন জন্মহার ও উচ্চ মৃত্যুহার

৭৮. বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে কম?

ক. বরিশাল খ. রংপুর

গ. সিলেট ঘ. খুলনা

৭৯. কোন সম্পর্কটিকে কাম্য জনসংখ্যা বলা হয়?

ক. মানুষ ও বনজ সম্পদে ভারসাম্য

খ. মানুষ ও ভূমির ভারসাম্য

গ. মানুষ ও খনিজের ভারসাম্য

ঘ. মানুষ ও শিল্পের ভারসাম্য

৮০. ‘স্থূল জন্মহার’ কত এককে প্রকাশ করা হয়?

ক. শতকরা খ. হাজার

গ. বিলিয়ন ঘ. লাখ

সঠিক উত্তর

অধ্যায় ২: ৭১.ক ৭২.ঘ ৭৩.ক ৭৪.ঘ ৭৫.গ ৭৬.ঘ ৭৭.খ ৭৮.ক ৭৯.খ ৮০.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা