সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর - (৩৮) | ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি প্রস্তুতি ২০২৪

প্রিয় ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থী, তোমাদের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। ২০২৪ সালের ভর্তি পরীক্ষায় সিলেবাস থেকে প্রশ্নের ধরন কেমন হবে, তা দেখে নাও।

বুদ্ধিমত্তা

১. ৩০-৪০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত?

ক. ১১১৫ খ. ১১৪৭

গ. ১২৫০ ঘ. ২৭১২

২. A School has always — .

ক. chair খ. classrooms

গ. students ঘ. desks

৩. একটি রাষ্ট্রের — থাকতেই হবে।

ক. প্রেসিডেন্ট খ. প্রধানমন্ত্রী

গ. সার্বভৌমত্ব ঘ. সংসদ

৪. A bird has always —.

ক. feathers খ. cage

গ. eggs ঘ. nest

৫. যেখানে—আছে, সেখানে স্বাধীনতাও আছে।

ক. গণতন্ত্র খ. বিচার

গ. আইন ঘ. সংসদ

৬. ঢাকা যদি ‘জাহাঙ্গীরনগর’ হয়, তবে বগুড়া কী হবে?

ক. ময়নামতি খ. মহাস্থান গড়

গ. পাহাড়পুর ঘ. শালবন বিহার

৭. গ্যাস যদি বিদ্যুৎ হয়, তবে পানি কী হবে?

ক. জীবন খ. বৃষ্টি

গ. অক্সিজেন ঘ. সেচকাজ

৮. নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?

ক. চাঁদ খ. পৃথিবী

গ. মঙ্গল ঘ. প্লুটো

৯. নিচের চারটির মধে৵ কোনটি ভিন্ন?

ক. পিতল খ. তামা

গ. লোহা ঘ. টিন

১০. সঠিক উত্তর কোনটি?

— ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব।

ক. পুষ্টিকর খাদ্য গ. সচেতনতা

গ. টিকাদান ঘ. অর্থ

১১. মাতা–পিতাকে শ্রদ্ধা করা আমাদের —।

ক. ধর্ম খ. নিয়ম

গ. কর্তব্য ঘ. আয়োজন

১২. নিচের কোনটি অন্যগুলোর চেয়ে আলাদা?

ক. ফুটবল খ. ভলিবল

গ. কাবাডি ঘ. ক্রিকেট

১৩. কোন বানানটি সঠিক?

ক. নিশিথিনী খ. নীশিথিনী

গ. নিশীথিনী ঘ. নিশিথিনি

১৪. কোন বানানটি শুদ্ধ?

ক. মুমুর্ষ খ. মুমুর্ষূ

গ. মূমুষু৴ ঘ. মুমূর্ষু

১৫. কোন উত্তরটি সঠিক?

ক. Tsunami খ. Sunami

গ. Suname ঘ. Sunamee

১৬. ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?

ক. ৪৯৯৯ খ. ৫৫০১

গ. ৫০৫০ ঘ. ৫০৫১

১৭. ২–এর কত শতাংশ ৮ হবে?

ক. ২০০ খ. ৪০০

গ. ৪৪০ ঘ. ৪৫০

১৮. ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

ক. ২২টি খ. ২৪টি

গ. ২৫টি ঘ. ২৮টি

১৯. √২ সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?

ক. বাস্তব খ. জটিল

গ. মূলদ ঘ. অমূলদ

উত্তর: ১. ক ২. ক ৩. গ ৪. ক ৫. ক ৬. খ ৭. ঘ ৮. ক ৯. ক ১০. গ ১১. গ ১২. গ ১৩. গ ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. গ ১৯. ঘ

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক

ফেনী সরকারি কলেজ, ফেনী