পঞ্চম শ্রেণি - বাংলা | বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ লেখো (১৩-১৫)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ লেখো

১৩। প্রশ্ন: দশ এগারো বছরের ছেলেটি তেমন দুরন্ত নয় পড়াশোনায় সে ভালো খেলাধুলাও করে তবে সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করে রোদবৃষ্টির ব্যাপারটাও দেখে সে

উত্তর: দশ–এগারো বছরের ছেলেটি তেমন দুরন্ত নয়। পড়াশোনায় সে ভালো, খেলাধুলাও করে। তবে সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করে। রোদবৃষ্টির ব্যাপারটাও দেখে সে।

১৪।প্রশ্ন: নায়াগ্রা হলো জলপ্রপাত জলপ্রপাত তো কখনো দেখিনি শুধু জেনে এসেছি ঝরনার মতো পাহাড়ের ওপর থেকে পানি নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়ে তবে আকারে অনেক বিশাল

উত্তর: নায়াগ্রা হলো জলপ্রপাত। জলপ্রপাত তো কখনো দেখিনি। শুধু জেনে এসেছি, ঝরনার মতো পাহাড়ের ওপর থেকে পানি নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়ে। তবে আকারে অনেক বিশাল।

১৫। প্রশ্ন: মজলুম জননেতা মওলানা ভাসানী এ দেশের মানুষের শিক্ষা প্রসারে অনেক অবদান রেখেছেন। তিনি সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয় মহীপুরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ ঢাকায় আবুজর গিফারি কলেজ এবং টাঙ্গাইলে মওলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন

উত্তর: মওলানা ভাসানী নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে পারেননি। কিন্তু এ দেশের মানুষের শিক্ষা প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। তিনি সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয়, মহীপুরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ, ঢাকায় আবুজর গিফারি কলেজ এবং টাঙ্গাইলে মওলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ লেখা (১০-১২)